মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বৃষ্টির আশীর্বাদে হার এড়াল আফিফরা

হারের শঙ্কা মাথায় নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। আশীর্বাদ বয়ে আনল বৃষ্টি। আকাশের কান্নায় দিনের একটি সেশন ভেস্তে যায়। এরপর জাকের আলী অনিকের ম্যাচ বাঁচানোর লড়াই। বৃষ্টির আশীর্বাদের পর জাকেরের লড়াকু ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে হার এড়িয়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ আনঅফিশিয়াল টেস্টের প্রথমটিতে ড্র করেছে দুই দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নামা বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৬৪ রানে। এরপর ফলোঅনে নেমে স্বাগতিকদের পুঁজি ছিল ৭ উইকেটে ১৮৭ রান।

বাংলাদেশ শুক্রবারের (১৯ মে) খেলা শুরু করেছিল বিনা উইকেটে ৫ রানের সংগ্রহ নিয়ে। ইনিংস হার এড়াতে ম্যাচের শেষ দিনটা কাটানোর চ্যালেঞ্জ ছিল আফিফ হোসেনদের। তাদের কাজ সহজ করে বৃষ্টি। সিলেটে ভারী বর্ষণে প্রথম সেশনে কোনো বল গড়ায়নি। এরপর মাঠে খেলা ফিরতেই শুরু উইকেট বৃষ্টি।

ব্যাটারদের চরম ব্যর্থতায় মাত্র ১৩২ রানে ৭ উইকেট হারিয়ে বসে ‘এ’ দল। এরপর দলের হাল ধরেন জাকের ও রিশাদ হোসেন। দুজনের সাবধানী ব্যাটিংয়ে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। বাংলাদেশও এড়ায় ইনিংস ব্যবধানে হারের শঙ্কা। জাকের ৩৬ এবং রিশাদ ২০ রানে অপরাজিত ছিলেন।

এসজি

Header Ad
Header Ad

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে এবার অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুয়েট রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা, তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।

এরপর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে তাদের বর্জনের ঘোষণা দেন এবং উপাচার্যের বাসভবনেও তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—

১. কুয়েটে সকল ধরনের রাজনীতি বন্ধ করা
২. উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ
৩. সংঘর্ষে জড়িতদের শাস্তি নিশ্চিত ও ছাত্রত্ব বাতিল
৪. আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা
৫. প্রশাসনের ক্ষমাপ্রার্থনা
৬. ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বেশ কিছু দাবি মেনে নেয়। এর মধ্যে রয়েছে কুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখা, সংঘর্ষে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ।

এরই মধ্যে স্থানীয় থানায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই মামলায় বিএনপি ও ছাত্রদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Header Ad
Header Ad

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব

ছবি: সংগৃহীত

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ৭ জন অতিরিক্ত সচিব। পদোন্নতির পর তাদের সাত মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসব সচিবদের বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সেতু বিভাগ এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করেছে সরকার।

এছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমটিসিএল) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে সেতু বিভাগের সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।

Header Ad
Header Ad

দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ ১৭তম দিনে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে অতিরিক্ত ৯৯৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে, বলে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক বার্তায় জানানো হয়েছে।

অভিযানে একটি পুরাতন বিদেশি পিস্তল, একটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি শর্টগানের শিসা কার্তুজ, একটি ধারালো চাপাতি, একটি ধারালো বটি এবং দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে ডেভিল হান্ট অভিযানের ১৭ দিনে সারাদেশে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে এই অভিযান শুরু হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানে বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব
দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক
ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
ফুটবল থেকে রাজনীতির মাঠে ওজিল, যোগ দিলেন তুরস্কের ক্ষমতাসীন দলে
ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমছে, সাশ্রয় ৬০ কোটি টাকা