শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘২০২৪ ক্যারিয়ারের শেষ বছর’, অবসর ঘোষণায় নাদাল

দরজায় কড়া নাড়ছে ফ্রেঞ্চ ওপেন। সোমবার পর্দা উঠবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের। তার আগে অবসর ঘোষণা রাফায়েল নাদালের। এই স্প্যানিয়ার্ড বলেছেন, ২০২৪ তার ক্যারিয়ারের শেষ বছর। একইসঙ্গে আসন্ন রোলা গারোতে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন ২২ গ্র্যান্ড স্লামের মালিক।

বৃহস্পতিবার (১৮ মে) স্পেনের মায়োর্কায় নিজ একাডেমিতে এক সংবাদ সম্মেলন করেন নাদাল। সেখান থেকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অকপটে জানান দেয় ৩৬ বছর বয়সী টেনিস কিংবদন্তি। মূলত চোটের কাছে হার মেনেই কঠিন এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে তাকে।

নাদাল বলেছেন, ‘আমার ইনজুরির উন্নতি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে এগোয়নি। রোলা গারোতে খেলা আমার পক্ষে অসম্ভব হবে। আমি রোলা গারোতে থাকব না এবং সামনের মাসগুলোতেও খেলা চালিয়ে যেতে চাই না। শারীরিক গঠনের কারণে প্রতিটি ক্ষেত্রে ধারাবাহিকতা রাখা আমার জন্য কঠিন ছিল।’

স্প্যানিশ টেনিস গ্রেট যোগ করেন, ‘আমি জানি না, আমাকে আমার স্পোর্টস ক্যারিয়ার অসম্পূর্ণ রাখতে হবে কি না। তবে আমি আমার শরীরকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি। যখন আমি প্রস্তুত বোধ করব, আমি আবার শুরু করব। ডেভিড কাপে খেলার চেষ্টা করব এবং ২০২৪ সালের জন্য প্রস্তুত হব, যা আমার ক্যারিয়ারের শেষ বছর হবে।’

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল। ২০০৫ সালে ক্লে কোর্টের টুর্নামেন্টে অভিষেকের পর প্রথমবারের মতো রোলা গারো মিস করতে চলেছেন তিনি।

এসজি

Header Ad
Header Ad

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমান। তিনি লিখেছেন, "আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য পরিবহন ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।"

তারেক রহমান আরও বলেন, "আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।"

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য বুধবার (৮ জানুয়ারি) লন্ডনে যান বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যে পৌঁছে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা শুরু হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালের জুলাইয়ে সর্বশেষ লন্ডন সফর করেছিলেন। এরপর দীর্ঘ সাত বছর পর এবার তিনি বিদেশ সফর করলেন। তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা এবং ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।

Header Ad
Header Ad

টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ লক্ষ্যে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য সম্ভাব্য ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকাও প্রস্তুত করা হয়েছে। যদিও অতীতে বাংলাদেশের আর্থিক দুর্নীতির মামলার তদন্তের প্রেক্ষিতে টিউলিপের ওপর পদত্যাগের চাপ বাড়লেও প্রধানমন্ত্রী স্টারমার তাকে সমর্থন দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক থাকার কারণে টিউলিপকে তার পদ থেকে সরানোর প্রেক্ষিতে নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়ে আলোচনা চলছে। সোমবার টিউলিপ নিজেই তার বিরুদ্ধে তদন্তের জন্য মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজারের কাছে প্রকাশ্যে আহ্বান জানানোর আগেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়।

প্রধানমন্ত্রী স্টারমার তার প্রতি পূর্ণ আস্থা থাকার কথা বললেও অভ্যন্তরীণ সূত্র মতে, কেয়ার স্টারমারের ঘনিষ্ঠরা টিউলিপের স্থলাভিষিক্ত হওয়ার জন্য অনানুষ্ঠানিকভাবে বিকল্প প্রার্থীদের বিবেচনা করছেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভার সদস্য হিসেবে ট্রেজারি এবং অর্থনীতিবিষয়ক দায়িত্বে আছেন। তবে বাংলাদেশের একটি পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ৪০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ তাকে চাপে ফেলেছে। যুক্তরাজ্যের টোরি এমপিরা তার পদত্যাগ দাবি করেছেন এবং সম্পত্তির বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, টিউলিপ একটি ফ্ল্যাট উপহার পেয়েছিলেন, যা তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। সেই ফ্ল্যাট থেকে প্রতি বছর ৯০ হাজার পাউন্ড আয় করছেন তিনি। এ বিষয়টি টিউলিপের রাজনৈতিক অবস্থানকে আরও সংকটে ফেলেছে।

যদিও টিউলিপ তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং তদন্ত আহ্বান করে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন, তবে পরিস্থিতি তাকে পদত্যাগের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা থামছেই না। বছরের শুরুতেই দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নয় দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বহু মানুষ। সেফ জোন বা নিরাপদ স্থানও এই হামলা থেকে রক্ষা পায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার মতে, চলমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ছয় জনে, আর আহত হয়েছেন এক লাখ ৯ হাজার ৩৭৮ জন। ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আটকে থাকা অনেক মানুষকে উদ্ধারের চেষ্টা করা গেলেও এখনো অনেকে সেখানে চাপা পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই হয়তো মারা গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেনেন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী ২৪৭ জন প্রতিরোধ যোদ্ধাকে গ্রেফতার করেছে। তাদের ‘বন্দী’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় নিরবচ্ছিন্ন বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলা থেকে ২৩ লাখ মানুষের আবাস গাজা উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন এমনকি শরণার্থী শিবিরও রক্ষা পায়নি। এই আগ্রাসনে ২০ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ অন্যান্য জরুরি পণ্যসংকটে তারা মানবেতর জীবনযাপন করছেন। ইসরায়েলের লাগাতার হামলায় পুরো গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা