টি-টোয়েন্টি ম্যাচেও হারল বাংলাদেশের যুবারা
চার দিনের ও একদিনের সিরিজ হারের পর এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা।
বুধবার (১৭ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে পাকিস্তান ৫ বল হাতে রেখেই ৬ উইকেটে ১৬০ রান করে ম্যাচ নিজেদের করে নেয়।
দুই দেশের সিরিজে স্বাগতিক হিসেবে বাংলাদেশ কেবলমাত্র তৃতীয় ওয়ানডে ম্যাচ জিততে পেরেছিল। বাকি সবগুলোতেই ছিল হার।
বাংলাদেশের শুরুটা দারুন হয়েছিল জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলম ও মইনুল ইসলাম তন্ময়ের উদ্বোধনী ছুটিতে ৯ ওভারেই চলে আসে ৭২ রান। যার ৫২ রানই ছিল জিসানের। মাত্র ২৬ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৫২ রান করে জিসান আউট হলে ৯.১ ওভারে ভাঙ্গে জুটি। কিন্তু জিসানের পর অধিনায়ক আহরার আমিন ছাড়া আর তাদের মতো করে মারমুখি ব্যাটিং করতে না পারলে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৯ রানে থেমে যায়। আহরার আমিন ১০ বলে ৩ ছক্কায় করেন ২০ রান। ওপেনার তন্ময়ের ব্যাটিং ছিল খুবই ধীরতগতি সম্পন্ন। ৩৩ বলে ৩ চারে তিনি করেন ২১ রান। আরিফুল ৩০ রান করেন ২৫ বলে ৩ চারে শেষের দিকে আরিফুর রহমান শিবলি ১২ বলে ১ ছক্কায় ১৮ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের আহমেদ হোসেন ২৫ রানে নেন ২ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই হারায় তাদের সেরা ব্যাটসম্যান শাহজিব খানকে তিনি কোন রানই করতে পারেননি। আরিফুলের বলে মাহফুজুর রহমান রাব্বির হাতে ধরা পড়েন। তার উইকেট পাওয়া ছিল বাংলাদেশের বোলারদের জন্য অনেক বড় অর্জন। কিন্তু তা ছিল শুধু ওই পর্যন্তই কারণ শাহজিব খানের ব্যর্থতা দূর করে দেন আরেক ওপেনার শ্যামল হোসেন ৫৯ বলে ১ ছক্কা ও ৭ চারে ৬৭ রানের ইনিংস খেলে। তিনি আউট হন দলকে একেবারে জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে দলীয় ১৫৬ রানে ১৯ নম্বার ওভারের শেষ বলে ইকবাল হোসেন ইমনের বলে বোল্ড হয়ে। তিনি আউট হওয়ার আগে আরাওাত মিনহাজ ২২ বলে ১ ছক্কা ও ৭ চারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন। এ ছাড়া অধিনায়ক সাদ বেগ ২৪ ও তৈয়ব আরিফ ১৬ রান করেন। ইকবাল হোসেন ইমন ২৩ রানে ৩টি ও রোহানাথ দৌল্লা বর্ষন ৩৯ রানে নেন ২ উইকেট।
এমপি/এএস