৩ ওভার বোলিং করা নিয়ে মাতামাতির কিছু নেই: শান্ত
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে আইসিসি ওয়ানডে সুপার লিগে নিজেদের শেষ সিরিজ খেলে মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টা ১০ মিনিটে বাংলাদেশ দল হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দলের সঙ্গে ফেরেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও তাইজুল ইসলাম।
এবারের সফরে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছে সিরিজ। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে ও তৃতীয় ম্যাচ ৫ রানে জিতেছিল বাংলাদেশ। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশ দল তাদের সুপার লিগের মিশন শেষ করেছে ২৪ ম্যাচে ১৫৫ পয়েন্ট নিয়ে তিনে থেকে। বাংলাদেশের সমান পয়েন্ট ইংল্যান্ডেরও। কিন্তু নেট রান রেটে তারা দুইয়ে। সবার উপরে থাকা নিউ জিল্যান্ডের পয়েন্ট ১৭৫।
নতুন বছরের শুরু থেকে টানা ম্যাচ খেলার মাঝে থাকা বাংলাদেশ দলের আপাতত কোনো খেলা নেই। জুনে তারা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবার শুরু করবে টানা খেলা।
মঙ্গলাবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিরিজের সেরা খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথমবার সিরিজের সেরা খেলোয়াড় হওয়া। একই সঙ্গে দ্বিতীয় ম্যাচে ১১৭ রানের ইনিংস খেলে শান্ত ওয়ানডে ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরির দেখা পান। আবার তৃতীয় ম্যাচে বল হাতে নিয়ে প্রথম উইকেটেরও দেখা পান। বিমানবন্দরে তিনি নিজের এই ফর্ম ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন।
শান্ত বলেন, ‘ভালো হচ্ছে, ভালো যাচ্ছে। আরও উন্নতির জায়গা আছে। আরও ভালো ক্রিকেট খেলতে হবে। এই ফর্মটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো, টিমের জন্যও ভালো।’
নিজেকে অলরাউন্ডার মনে করেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে খুব বেশি মাতামাতি করার কিছু নেই যে একদিন ৩ ওভার বল করে অনেক কিছু করে ফেলেছি।’
দলের পারফরম্যান্স নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘টিম হিসেবে আমরা ভালো খেলেছি। সবাই টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে। খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি সামনের দিকে আরও ভালো করতে পারবো।’
যে দুইটি ম্যাচ বাংলাদেশ জিতেছে, দুইটিই ছিল কঠিন পরিস্তিতিতে ম্যাচ বের করে নিয়ে আসা। এরকম জয় বিশ্বকাপ ক্রিকেটে অনেক কাজে আসবে জানিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘যে ম্যাচটাতে আমরা ৩২০ রান করে জিতলাম, আবার যে ম্যাচটা আমরা ডিফেন্ড করে জিতলাম, দুইটা ম্যাচই আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। বিশ্বকাপে এরকম পরিস্থিতি বড় দলের বিপক্ষে আমাদের আসতেই পারে। দুই ধরনের পরিস্থিতিও আমরা বুঝলাম। কীভাবে ডিফেন্ড করতে হয়, কীভাবে অতিক্রম করতে হয়। এসব মনে রেখে যদি আমরা সামনের ম্যাচগুলো খেলতে পারি, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে।’
এমপি/এসজি