তামিম-সাকিব-মুশফিককে ছাড়াই বিকালে ফিরছে বাংলাদেশ দল
এটা বলা যায় অনেকটা লিখিত নিয়মে পরিণত হয়ে গেছে যে বাংলাদেশ দল দেশের বাইরে থেকে সিরিজ বা টুর্নামেন্টের খেলা শেষ করা দলের সব ক্রিকেটার একত্রে আর দেশ ফিরে আসেন না। ব্যক্তিগত কাজে কেউ থেকে যেন সেই দেশেই। কেউবা বেড়াতে যান অন্য কোথায়ও। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে আইসিসি ওয়ানডে সুপার লিগের খেলা শেষ করে সবাই একসঙ্গে দেশে ফিরছেন না।
আজ মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টায় বাংলাদেশ দলের দেশে ফিরে আসার কথা। কিন্তু সবাই লন্ডন স্থানীয় সময় সোমবার রাত ৯টার বিমানে উঠেননি।
না ফেরা খেলোয়াড়ের সংখ্যা ৫ জন। সবাই ডাক সাইটে। তারা হলেন অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাইজুল ইসলাম।
সাকিব আল হাসান লন্ডন থেকে চলে যাবেন মুম্বাই। সেখানে তিনি বিজ্ঞাপনের একটি শুটিংয়ে অংশ নেবেন। বাকিরা ফিরবেন যার যার মতো করে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। প্রথমম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতেছে টানটান উত্তেজনার পর যথাক্রমে ৩ উইকেটে ও ৫ রানে।
এই সিরিজ খেলার মাধ্যমে শেষ হয়েছে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের ম্যাচ। ২৪ ম্যাচে বাংলাদেশ ১৫৫ পয়েন্ট নিয়ে নেট রানে তিনে থেকে যোগ্যতা অর্জন করেছে খেলার। বাংলাদেশের সমান পয়েন্ট ইংল্যান্ডেরও। কিন্তু নেট রান রেটে তারা আছে দুইয়ে। সবার উপরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২৪ ম্যাচে ১৭৫। এ ছাড়া সরাসরি খেলার সুযোগ পেয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল উঠে আসবে কোয়ালিফায়ার খেলে।
এমপি/আরএ/