মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

তিনে থেকেই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

একটা সময় ওয়ানডে বিশ্বকাপে খেলা ছিল বাংলাদেশের জন‌্য দূর আকাশের চাঁদ। বিশ্বকাপের বাছাই খেলে খেলেই বাংলাদেশ বছরের পর বছর পার করে দিয়েছে। অপেক্ষার প্রহর কাটাতে কাটাতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পায় ইংল‌্যান্ডে অনুষ্ঠিত ১৯৯৯ সালের বিশ্বকাপে। পরের বছরই বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস‌্য পদ পেলে বিশ্বকাপ খেলা আর দূর আকাশের চাঁদ হয়ে থাকেনি। হাতের মুঠোয় চলে আসে। এরপর থেকে বাংলাদেশ আর কোনো বিশ্বকাপ মিস করেনি।

এদিকে যখনই বিশ্বকাপের নতুন আসর আসে, তখনই আইসিসি বিশ্বকাপে যোগ‌্যতা অর্জনের নতুন নতুন আইন প্রণয়ন করে। এবার নতুন নিয়মে বাংলাদেশ আইসিসি সুপার লিগ খেলে পয়েন্ট টেবিলের তিনে থেকে যোগ‌্যতা অর্জন করেছে। ২৪ ম‌্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৫৫। ১৫টি জিতে ৮টিতে হেরেছে। ১টি ম‌্যাচ হয় পরিত‌্যক্ত। বাংলাদেশের সমান পয়েন্ট ইংল‌্যান্ডেরও। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় তারা দুইয়ে। সমান ম‌্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউ জিল‌্যান্ড।

বাংলাদেশের পেছনে পড়ে খেলতে আসবে পাঁচবারের চ‌্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (ষষ্ঠ), দুইবারের চ‌্যাম্পিয়ন ভারত (স্বাগতিক ও চতুর্থ), একবারের চ‌্যাম্পিয়ন পাকিস্তানসহ (পঞ্চম) দক্ষিণ আফ্রিকার (অষ্টম) মতো দল। সরাসরি সুযোগ পাওয়া অপর দল হলো আফগানিস্তান (সপ্তম)। এদিকে দুইবারের চ‌্যাম্পিয়ন উইন্ডিজ ও একবারের চ‌্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে যোগ‌্যতা অর্জন করতে হবে কোয়ালিফায়ার খেলে।

একসময় যেখানে আইসিসিরি পূর্ণ সদস‌্য দেশগুলো সরাসরি খেলার সুযোগ পেত। সেখানে তারা দাড়ি টেনে দেয় ২০১৯ সালে। একই আসরে তারা ১৪ দল থেকে কমিয়ে ১০ দলে নিয়ে আসে। যেখানে নিয়ম করে আইসিসির র‌্যাঙ্কিংয়ের সেরা সাত দল ও স্বাগতিক দেশ সরাসরি খেলার সুযোগ লাভ করবে। বাকি দুই দেশকে সহেযোগী দেশের সঙ্গে কোয়ালিফায়ার খেলে তারপর যোগ‌্যতা অর্জন করতে হয়েছে। সেখানে কিন্তু জিম্বাবুয়ে ও আয়াল‌্যান্ড বাদ পড়ে যায়।

এবার আইসিসি আবার র‌্যাঙ্কিং পদ্ধতিতে বাদ দিয়ে সুপার লিগের আয়োজন করে আইসিসির পূর্ণ ১২ সদস‌্যের সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ‌্যাম্পিয়ন হয়ে আসা নেদারল্যান্ডসকে নিয়ে। যেখানে নিয়ম ছিল প্রতিটি দেশ চারটি হোম ও চারটি অ‌্যাওয়ে সিরিজ খেলবে। ম‌্যাচের সংখ‌্যা হবে ২৪টি। কিন্তু ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান নানা কারণে ২৪টি করে ম‌্যাচ খেলতে পারেনি। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ম‌্যাচ খেলে ২১টি করে। অস্ট্রেলিয়া ১৮টি ও আফগানিস্তান ১৫টি ম‌্যাচ খেলে।

২০২০ সালের ৩০ জুলাই সাউদাম্পটনে ইংল‌্যান্ড ও আয়ারল‌্যান্ড সিরিজ দিয়ে শুরু হয়েছিল এই আসর। আর শেষ হয় বাংলাদেশ ও আয়ারল‌্যান্ড সিরিজ দিয়ে চেমসফোর্ডে। মূল আসর শুরু হবে অক্টোবর-নভেম্বরে ভারতে।

তিনে থেকে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবে। এটি এক বড় অর্জন। আয়ারল‌্যান্ডের বিপক্ষে শেষ ম‌্যাচে নেট রান রেটে ইংল‌্যান্ডকে ছাড়িয়ে যেতে পারলে উঠে আসত দুইয়ে। তখন সেটি হতো আরও বড় অর্জন। তারপরও তিনে থেকে খেলা অনেক বড় প্রাপ্তি। মনোবল থাকে চাঙা। আবার ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এমনিতেই খেলে ভালো।

এমপি/এসজি

Header Ad
Header Ad

ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচনে দায়িত্ব পালন করা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

৮২ কর্মকর্তার মধ্যে একজন অতিরিক্ত আইজি ও ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার। অন্যরা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র‌্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে নিয়েছে সরকার।

পুলিশের সাবেক আজিপি বেনজির আহমেদ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার পাশাপাশি এক সময় র‌্যাবে দায়িত্ব পালন করা কয়েকজন সেনা কর্মকর্তার নামও রয়েছে এই তালিকায়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালের দশম ও ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত ও সমমনারা বর্জন করে। তবে ২০১৮ সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করে নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার অভিযোগ ওঠে।

গণআন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার।

পুলিশ কর্মকর্তাদের পদক প্রত্যাহার এবং ওএসডি করা ছাড়াও একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা সেসময়ের ৩৩ ডিসিকে ওএসডি করা হয়েছে। সবশেষ তারা যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন।

ওএসডি করা কর্মকর্তাদের তালিকা-

Header Ad
Header Ad

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে এবার অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুয়েট রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা, তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।

এরপর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে তাদের বর্জনের ঘোষণা দেন এবং উপাচার্যের বাসভবনেও তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—

১. কুয়েটে সকল ধরনের রাজনীতি বন্ধ করা
২. উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ
৩. সংঘর্ষে জড়িতদের শাস্তি নিশ্চিত ও ছাত্রত্ব বাতিল
৪. আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা
৫. প্রশাসনের ক্ষমাপ্রার্থনা
৬. ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বেশ কিছু দাবি মেনে নেয়। এর মধ্যে রয়েছে কুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখা, সংঘর্ষে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ।

এরই মধ্যে স্থানীয় থানায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই মামলায় বিএনপি ও ছাত্রদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Header Ad
Header Ad

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব

ছবি: সংগৃহীত

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ৭ জন অতিরিক্ত সচিব। পদোন্নতির পর তাদের সাত মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসব সচিবদের বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সেতু বিভাগ এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করেছে সরকার।

এছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমটিসিএল) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে সেতু বিভাগের সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব
দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক
ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
ফুটবল থেকে রাজনীতির মাঠে ওজিল, যোগ দিলেন তুরস্কের ক্ষমতাসীন দলে