শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতেছে ৩ উইকেটে। আজ রবিবার (১৪ মে) অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ। সাধারণত অন্য কোনো দেশ হলে বলা হতো বাংলাদেশ অন্তত সিরিজ হারছে না। কিন্তু আয়ারল্যান্ড বলে আর সেই কথা বলা যাচ্ছে না। কারণ এমনিতেই আয়ারল্যান্ডের চেয়ে বাংলাদেশ অনেক শক্তিশালী। তারপর আবার সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলছে দারুণ। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। অপর ম্যাচ হয়েছিল বৃষ্টিতে পরিত্যক্ত। এরপর এবারের সিরিজেও জয় পেয়েছে দারুণ খেলে। তাই আজকের ম্যাচ বাংলাদেশ জিতে সিরিজে নিজেদের কাছেই রেখে দেবে-এমন ভাবনার লোকই বেশি। চেমসফোর্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে।
ঘরের মাঠে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তিনশর উপরে রান করেছিল। শেষ ম্যাচে আগে ব্যাট করে আয়ারল্যান্ড পড়েছিল ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায়। ১০১ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছিল ১০ উইকেটে। আবার এবারের সিরিজে আয়ারল্যান্ডের করা ৩১৯ রানও বাংলাদেশ পাড়ি দিয়েছে চমৎকারভাবে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের ক্রিকেটারার আছেন দুর্দান্ত ফর্মে। তাই সিরিজ নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশ যথারীতি ফেভারিট হিসেবেই নামবে খেলতে।
দ্বিতীয় ম্যাচে ৩১৯ রান তাড়া করে ম্যাচ জেতার পর আরকেবার প্রমাণ হয়েছে হাথুরুসিংহে আসার পর তার ‘থিউরি’ বেশ ভালোভাবেই রপ্ত করে নিয়েছেন তামিম বাহিনী। চলছে আগ্রাসী ক্রিকেটের প্রদশর্নী। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতির প্লাটফর্ম হিসেবে নিয়েছিল শুরুতে। কিন্তু ইংল্যান্ডের বিরূপ কন্ডিশনে পড়ে কোচ হাথুরুসিংহে সে পরিকল্পনা থেকে সরে আসেন। কিন্তু আগ্রাসী ক্রিকেট খেলার রণ পরিকল্পনা আবার ঠিকই রাখেন। যার বহিঃপ্রকাশ দেখা গেছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে।
বিশ্বকাপের প্রস্তুতির পরিকল্পনা বাদ দেওয়াতে সেরা একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার থিউরি থেকেও সরে আসেন হাথুরুসিংহে। যে কারণে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ দল অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামে। কিন্তু আজ শেষ ম্যাচে আর সে রকম কোনো সম্ভাবনা নেই। কারণ একাধিক পরিবর্তন হতে যাচ্ছে তা নিশ্চিত।
প্রথম পরিবর্তনই হচ্ছে সাকিবকে নিয়ে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়ে তিনি শেষ ম্যাচ থেকে টিকে গেছেন। সুস্থ হয়ে ফিরতে তার ৬ সপ্তাহ লাগব বেলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মানে জুন মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারবেন না সাকিব। তার পরিবর্তে ইয়াসির আলী রাব্বি অথবা রনি তালুকদারের খেলার সম্ভাবনা বেশি। দুই জনেই শনিবার অনুশীলন করেছেন। এদিকে পরিবর্তন আসতে পারে বোলিং আক্রমণেও। শরিফুলকে বাজিয়ে দেখার জন্য প্রথম দুই ম্যাচে মোস্তাফিজকে আর খেলানো হয়নি। এই ম্যাচে অদল-বদল হতে যাচ্ছে। কারণ শরিফুল দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নিলেও ৯ ওভারে রান দিয়েছিল ৮৩। শনিবার ঐচ্ছিক অনুশীলনের দিন কোচ চন্ডিকা আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড মোস্তাফিজকে নিয়ে অনেক সময় কাজ করেছেন। দলে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরী প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়ে গিয়েছেন ইংল্যান্ডে। তাকেও বাজিয়ে দেখার সম্ভাবনা আছে। আজকের সেরা একাদশে তিনটি পবিবর্তনের সম্ভাবনা আছে। রনি ও মুত্যুঞ্জয় খেললে দুই জনেরই অভিষেক হবে ১৪১ ও ১৪২তম ক্রিকেটার হিসেবে।
দ্বিতীয় ম্যাচ জেতার পরদিন বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। তারপরও মাঠে গিয়ে কনকনে শীতে গা গরম করেছেন অধিনায়ক তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, ইয়াসীর আলী ও রনি তালুকদার।
দ্বিতীয় ম্যাচ জিতে ২৩ ম্যাচে ১৪৫ পয়েন্টনিয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে তিনে উঠে এসেছে। আজ শেষ ম্যাচ জিততে পারলে ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট হবে। নেট রান রেটে ইংল্যান্ডকে অতিক্রম করতে পারলে বাংলাদেশ দুইয়ে উঠে আসবে এবং এই দুই থেকেই ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে খেলতে নামবে বিশ্বকাপ।
এমপি/আরএ/