ইনজুরিতে সাকিব, খেলবেন না তৃতীয় ওয়ানডে
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান তর্জনিতে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ আর তার খেলা হবে না।
ইংল্যান্ড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই জাতীয় ইনজুরিতে সুস্থ হতে ৬ সপ্তাহ সময় লাগে। যে কারণে আপাতত আয়ারল্যান্ডের বিপক্ষে তার আর তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলা হচ্ছে না।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের ইনজুরি নিয়ে দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেছেন, ‘ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একটি ক্যাচ ধরার চেষ্টা করার সময় সাকিব তার ডান তর্জনির আগায় ব্যথা পান।’ পরে শনিবার তার এক্সরে করা হয। সেখানে তার ফ্রাাকচার ধরা পড়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফিজিও বায়জিদুল ইসলাম বলেন, ‘আজ ( শনিবার) এক্স-রে করানো হয়েছে। সেখানে তর্জনীর গোড়ায় একটি ফ্র্যাকচার ধরা পড়েছে। সাধারণত এই ধরনের চোট থেকে সেরে উঠতে ৬ সপ্তাহ সময় লাগে। তাই দুর্ভাগ্যবশত আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের জন্য তাকে আর তিনি পাওয়া যাবে না।’
উল্লেখ চোট পাওয়ার পরও সাকিব পরে ফিল্ডিং করেন। এমন কি পরে ব্যাটিংও করেন। ২৭ বলে ৫ চারে রান করেছিলেন ২৬।
আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই সাকিব খেলেছেন। এই দুই ম্যাচে তিনি ব্যাট হাতে রান করেন ২০ ও ২৬ । বল হাতে পাননি কোনও উইকেট। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই ম্যাচে সাকিব বোলিং করেননি। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ আয়ারল্যান্ডের ৬ উইকেটটে করা ৩১৯ রান টপকে ম্যাচ জিতে ৩ বল হাতে ৩ উইকেটে। সাকিব ৯ ওভারে ৫৬ রান দিয়ে থাকেন উইকে শূন্য।
এমপি/এএস