উড়ন্ত চুমুর কথা বলবেন না শান্ত!
একজন ব্যাটসম্যানের চির আরাধ্য তিন অংকের ‘ম্যাজিক’ ফিগারের দেখা পাওয়া। তা যদি হয় প্রথম সেঞ্চুরি, তার বহিঃপ্রকাশ আর উদযাপন হয় একটু বেশিই। একইভাবে উইকেট পাওয়ার ক্ষেত্রে বোলাররাও তাদের উদযাপন করে থাকেন। সেই উদযাপন এক একজনের হয়ে থাকে এক এক রকম করে।
চেমসফোর্ডে দ্বিতীয় একদিনের ম্যাচে আয়ারল্যান্ডের ৬ উইকেটে করা ৩১৯ রান বাংলাদেশ পাড়ি দিয়েছে নাজমুল হোসেন শান্তর প্রথম সেঞ্চুরিতে। তার ১১৭ রানের সঙ্গে তাওহিদ হৃদয়ের ৬৮ আর অভিজ্ঞ মুশফিকুর রহিমের ফিনিশিং টাচ অপরাজিত ৩৬ রান বাংলাদেশকে জয় এনে দেন ৩ বল বাকি থাকতে ৩ উইকেটে।
এই ম্যাচে ক্যারিয়ারে প্রথম সেঞ্চরি করার পথে নাজমুল হোসেন শান্ত বল খেলেন ৮৯টি। ২টি ছক্কার সঙ্গে ছিল ১১টি চার। ডকরেলের বলে মিড উইকেটে খেলে ২ রান নিয়ে শান্ত যেন নিজেকে শূন্যে ভাসিয়ে দেন চেমসফোর্ডে। একবার নয়, দুইবার তিনি নিজেকে উড়াতে চেয়েছেন। দুইবারই বাতাসে ঘুষি মারেন। পরে হেলমেট খুলে ড্রেসিং রুমে সতীর্থদের দিকে ব্যাটকে ‘ডাকহরকরা’ বানিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন। খেলা শেষে সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের ভীড়ে নাজমুল হোসেন শান্তর দিকে এই প্রশ্নও ছুটে গিয়েছিল। উড়ন্ত চুমু তিনি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন? একটু জোরে হেসে তিনি জবাব দিয়ে বলেন, ‘এটা বলা যাবে না।’ তার এ জবাবের পর সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়ে। শান্তও শামিল হন সেই হাসির রোলে।
এইতো বেশি দিন আগের কথা নয়। জাতীয় দল থেকে বাদ পড়ার পর মনের দুঃখ ভুলতে স্ত্রীকে নিয়ে বিদেশ ঘুরতে চলে যান। বাদ পড়ার আগে-পরে তাকে নিয়ে অনেক ‘ট্রল’ হয়েছে। সেই শান্ত এখন দলের ব্যাটিং স্তম্ভ। ভরসার প্রতীক।
২০১৯ সালে ওয়ানডে অভিষেকর ৪ বছর পর ২৩ ম্যাচে এসে শান্ত পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। যদিও এর আগে টেস্ট ক্রিকেটে তার দুইটি সেঞ্চুরি আছে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তার এমন সেঞ্চুরি দলের জন্য অনেক বড় ভরসা। তাইতো প্রথম সেঞ্চুরি করে যেমন তার ভালো লাগছে, তেমনি আরও ভালো লাগত মাঠে থেকে দলকে জেতাতে পারলে। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আনন্দ তো অবশ্যই আছে। আলহামদুলিল্লাহ (ওয়ানডেতে) প্রথম একশ। তার সঙ্গে আক্ষেপও আছে। ম্যাচ শেষ করে আসতে পারলে আরও বেশি খুশি হতাম।’
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা থেকেই শান্ত-হৃদয় জুটিটার রসায়ন বেশ জমে উঠেছে। জাতীয় দলেও এর প্রভাব দেখা যাচ্ছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাদের পঞ্চম উইকেট জুটিতে ১৭ ওভারে ১৩১ রানই মূলত বাংলাদেশকে জয়ের পথ চিনিয়েছিল। হৃদয়ে সঙ্গে জুটি বেশ উপভোগ করছেন জানিয়ে শান্ত বলেন, ‘ওর সঙ্গে জুটিটা উপভোগ করছি। বিপিএলে বেশ কয়েকটা বড় জুটি ছিল আমাদের। আমরা দুজনই বুঝি ব্যাটিংটা কীভাবে করতে চাই, ইনিংস বা জুটিটা কীভাবে বড় করতে চাই।’
এমপি/আরএ/