তামিমের বিশ্বাস ছিল জয়ের
ওয়ানডে ক্রিকেটে এক সময় তিনশ বা তদোর্ধ্ব রান করলে জয়ের পাল্লা এমনিতেই ভারী হয়ে উঠত। কিন্তু হাল জমানায় তিনশ বা তদোর্ধ্ব রান এখন আর নিরাপাদ নয়। হর-হামেশাই তা অতিক্রম করে জেতার ঘটনা ঘটছে। কিন্তু তাই বলে ৪৫ ওভারে ৩১৯ রান করে ম্যাচ জেতা সহজ কথা নয়। কিন্তু সেই কঠিন কাজটিকেই সহজ করে দিয়েছে লাল-সবুজের বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলা বাংলাদেশের সামনে আইরিশদের করা ৩১৯ রান পাহাড় সমান বাধা হয়ে উঠতে পারেনি। নাজমুল হোসের শান্তর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ১১৭ রানের ইনিংসের সঙ্গে তাওহিদ হৃদয়ের ৬৮ রানের ইনিংস বাংলাদেশকে পথ দেখায়। সেই দেখানো পথকে পরে হারিয়ে যেতে দেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে খেলেন অপরাজিত ৩৬ রানের ইনিংস। ড্রেসিং রুমে ফেলেন সবার ভালোবাসায় সিক্ত হয়ে।
খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে তামিম ইকবাল জানার জেতার ব্যাপার তিনি আত্মবিশ্বাসী ছিলেন। প্রশংসা করেছেন শান্ত-হৃদয়ের ব্যাটিংয়ের। তামিম বলেন, ‘এই মাঠ কিছুটা ছোট। উইকেটও ভালো। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের উইকেট বেশি ভালো ছিল। তাই আমার বিশ্বাস ছিল জেতার ব্যাপারে ।’ তিনি বলেন, ‘ আমাদের শুরুটা ভালো হয়নি। এই রকম মাঠে বাউন্ডারির দিকে নজর দিতে হয় বেশি। কারণ মাঠ ছোট থাকায় বাউন্ডারিতে এনিতেই আসব।’
শান্ত ও হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করে তামিম বলেন, ‘ শান্ত ও হৃদয় খুবই ভালো ব্যাটিং করেছে। তাদের ব্যাটিংয়ে দেখে আমি খুবই খুশি।’ হৃদয়কে নিয়ে তামিম দুইটি কথা বেশি বলেন। তিনি বলেন, ‘ তরুণদের নৈপুণ্যে আমি খুবই খুশি। বিশেষ করে হৃদয়ের ব্যাটিং। হৃদয় শুধু এই সিরিজেই নয়। এর আগে ঘরের মাঠেও হৃদয় খুবই ভালো খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা ভালো হয়েছে। এখন সেটা ধরে রাখতে হবে। তা যদি সে করতে পারে, তাহলে সে অনেক দূর যাবে। দলও উপকৃত হবে।
এমপি/এসএন