বাংলাদেশ তিনে
আয়ারল্যান্ডের করা ৩১৯ রান অতিক্রম করে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পাওয়া বাংলাদেশ দল আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে। ২৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৪৫। তারা পেছনে ফেলে দিয়েছে ভারতকে। তাদের পয়েন্ট ২১ ম্যাচে ১৩৯।
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। আইসিসিরি ১২ পূর্ণ সদস্য দেশের সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ (২০১৭-২০১৯) চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে নিয়ে শুরু হয় এই সুপার লিগ। যেখান থেকে স্বাগতিক ভারতসহ আটটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। এই যোগ্যতা অর্জন করতে প্রতিটি দেশকে চারটি করে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলতে হবে।
এই আসর শুরু হয়েছিল ২০২০ সালের ৩০ জুলাই সাদাম্পটনে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে। আর শেষে হতে যাচ্ছে ১৪ মে চেমসফোর্ডে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে ।
এই সিরিজ শুরু হওয়ার আগেই সাতটি দেশের খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল। দেশগুলো ছিল নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাকি একটি স্থানের জন্য লড়াই চলছিল আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা তাদের খেলা শেষ করে ২১ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডের পয়েন্ট ছিল ২১ ম্যাচে ৬৮। তারা যদি বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধনে জিততে পারে, তাহলেই দক্ষিণ আফ্রিকাকে টপকে খেলার সুযোগ ছিল। সম্ভাবনাকে কাজে লাগাতে আইরিশ ক্রিকেট বোর্ড বৃষ্টির শঙ্কা থেকে তাদের দেশ থেকে খেলা ইংল্যান্ডে নিয়ে আসে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। প্রথম ম্যাচই চলে যায় বৃষ্টির পেটে। কপাল পুড়ে আইরশিদের। মাঠের বাইরে থেকে অষ্টম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পায় দক্ষিণ আফ্রিকাকে। এখন আয়ারল্যান্ডকে কোয়ালিফায়ার খেলে আসতে হবে।
এই সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ ছিল পয়েন্ট টেবিলের চারে। দ্বিতীয় ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তিনে। ১৪ মে চেমসফোর্ডেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। যেভাবে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ দল, তাতে করে শেষ ম্যাচ থেকে আরও ১০ পয়েন্ট ঝুলিতে ভরা তাদের জন্য কঠিন কিছু হবে না। সে ক্ষেত্রে বাংলাদেশের দুইয়ে উঠে আসার একটা সম্ভাবনা থাকবে। তখন বাংলাদেশ ও ইংল্যান্ডের পয়েন্ট সমান ১৫৫ করে হবে। নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে সে দলই উঠে যাবে দুইয়ে। বর্তমানে ইংল্যান্ডের রান রেট ০.৯৭৬। এক ম্যাচ কম খেলে বাংলাদেশের নেট রান রেট ০.২২৬। আয়ারল্যান্ডকে হারানোর পাশাপাশি বাংলাদেশ যদি তাদের নেট রান রেটও বাড়িয়ে নিতে পারে, তা’হলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসবে। ২৪ ম্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে নিউ জিল্যান্ড।
এমপি/এসএন