ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেই শান্তর উড়ন্ত চুমু
আয়ারল্যান্ডের ৪৫ ওভারে ৬ উইকেটে করা ৩১৯ রানের পাহাড় টপকাতে গিয়ে দুই তরুণ নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। তাওহিদ ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে ৬৮ রানে আউট হলেও নাজমুল হোসেন শান্ত পেয়ে যান প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা। তিনি ৮৩ বল খেলে ১১ চার ও ২ ছক্কায় দেখা পান ব্যাটসম্যানদের চির আরাধ্য তিন অংকের ম্যাজিক ফিগারের। ২৩ ম্যাচে এসে তিনি পেলেন এই সেঞ্চুরি। তাওহিদ হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১৭ ওভারে ১৩১ রান।
সেঞ্চুরির আগে নাজমুল তিনবার ফিফটির দেখা পেয়েছিলেন। কিন্তু সেগুলো খুব একটা বড় ছিল না। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুরে ৫৩ রান করার পর আয়ারল্যান্ডে বিপক্ষে পিঠাপিঠি সিরিজে হাঁকান দুইটি হাফ সেঞ্চুরি। সিলেটে প্রথম ম্যাচে ৫৩ রান করার পর তৃতীয় ম্যাচ করেছিলেন ৭৩ রান। এই ৭৩ রানই ছিল সর্বোচ্চ।
এবারের সফরে প্রথম ম্যাচে ৪৪ রান করে আউট হয়েছিলেন। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারি নাজমুল দ্বিতীয় ম্যাচে নিজেকে নিয়ে যান চূড়ায়। ডকরেলের বলে মিড উইকেটে খেলে ২ রান নিয়ে শান্ত যেন নিজেকে শূন্যে ভাসিয়ে দেন চেমসফোর্ডে। একবার নয়, দুইবার তিনি নিজেকে উড়াতে চেয়ছেন। হেলম্যাট খুলে ড্রেসিং রুমে সতীর্থদের দিকে ব্যটি উঁচিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন। বিপিএলে সিলেটে স্ট্রাইকার্সের হয়ে এক সঙ্গে খেলা তাওহিদ হৃদয়ের সঙ্গে কোলকুলি করেন। এ সময় দেখা যায় তার মাথায় ‘বাংলাদেশ’ লেখা ফিতা খুলে আবার ঠিক করে পরে নেন।
ওয়ানডেতে শান্ত প্রথম সেঞ্চুরি ফেলেও টেস্ট তার দুইটি সেঞ্চুরি আছে। দুইটিই ২০২১ সালে। প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ১৬৩ রানের, পরেরটি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অপরাজিত ১১৭ রানের।
এমপি/এএস