কমেছে ওভার, টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টস যথাসময়ে করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টি থামলে ম্যাচের আয়ু কমিয়ে ৪৫ ওভারে নামিয়ে আনা হয়। আর ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে করা হয় টস। যেখানে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আয়ারল্যান্ড নিজেদের দেশে সিরিজ আয়োজন না করে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল। কিন্তু তাতেও খুব একটা সুফল পায়নি আইরিশ ক্রিকেট বোর্ড। প্রথম ম্যাচটি চলে যায় বৃষ্টির পেটে। এর ফলে আইরিশরা হারিয়েছে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ। দ্বিতীয় ম্যাচও হুমকির মুখে পড়ে। আপাতত ৪৫ ওভারে ম্যাচ নামিয়ে আনা হয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ম্যাচের পরিণতি কী দাঁড়ায়।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
এমপি/এসজি