শ্রীলঙ্কায় সিরিজ হার টাইগ্রেসদের
শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতা হলো না বাংলাদেশ নারী দলের। শুক্রবার (১২ মে) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৪ রানে হেরেছে টাইগ্রেসরা। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা।
সিংহলিজ স্পোর্টস ক্লাবে বাংলাদেশকে ১৫৯ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় লঙ্কান মেয়েরা। রান তাড়ায় টি- টোয়েন্টি আমেজে ব্যাটিং করতে পারেনি সফরকারীরা। তাতে ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এদিন বোলিংয়ে সবচেয়ে খরুচে ছিলেন জাহানারা আলম। টাইগ্রেস পেসার ৪ ওভারে দেন ৪৪ রান। পাননি কোনো উইকেট। রাবেয়া খান, নাহিদা আক্তার এবং ফাহিমা খাতুন ১টি করে উইকেট পান। কিন্তু প্রতিপক্ষের লাগাম টেনে ধরতে পারেননি তারা।
শ্রীলঙ্কার হয়ে হাফ সেঞ্চুরি করেন হর্ষিতা মাদাভী এবং নিলাক্ষী ডি সিলভা। দুজনে অপরাজিত ছিলেন যথাক্রমে ৫১ ও ৬৩ রানে। এ ছাড়া ৩২ রান করেন অধিনায়ক চামিরা আতাপাত্তু।
রান তাড়ায় কখনোই জয়ের পথে ছিল না বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ৩০। তাদের লড়াইয়ে কমেছে কেবল টাইগ্রেসদের হারের ব্যবধান।
কলম্বোয় ৬ উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে হেরে যায় ৭ উইকেটে। শুক্রবার সফরের শেষ ম্যাচটাও হারতে হলো লাল-সবুজ মেয়েদের।
এসজি