ক্যারিবীয়দের ওয়ানডে সেটআপে পল ও মোটি
সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট কাটতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি ইভেন্টে অংশ নিতে বাছাইপর্ব খেলতে হবে তাদের। তার আগে ক্যারিবীয়দের ওয়ানডে সেটআপে ফিরলেন কিমো পল ও গুদাকেশ মোটি।
অলরাউন্ডার পল এবং বাঁহাতি স্পিনার মোটি সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালের জুলাইয়ে। এরপর থেকে চোটের কারণে মাঠের বাইরে তারা। তাদের রেখেই বিশ্বকাপ বাছাই এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য ভিন্ন দুই দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
শারজায় তিন ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও আমিরাত। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ৫, ৭ ও ৯ জুন। এরপর জিম্বাবুয়ের বিমান ধরবে ক্যারিবীয়রা। সেখানে বাছাই টুর্নামেন্টে অংশ নেবে। যা শুরু হবে ১৮ জুন। চলবে ৯ জুলাই পর্যন্ত। দুই মিশনেই নেতৃত্বে থাকবেন শাই হোপ।
আমিরাত সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং, অ্যালিক আথানাজ, শামরাহ ব্রুকস, ইয়ানিক ক্যারিয়া, কেসি কার্টি, রস্তন চেজ, ডমিনিক ড্রাকস, কাভিম হজ, আকিম জর্ডান, গুদাকেশ মোটি, কিমো পল, রেইমন রেইফার, ওডিন স্মিথ এবং ডেভন থমাস।
বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), রুভম্যান পাওয়েল, শামরাহ ব্রুকস, ইয়ানিক ক্যারিয়া, কেসি কার্টি, রস্তন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, গুদাকেশ মোটি, কিমো পল, নিকোলাস পুরান এবং রোমারিও শেফার্ড।
এসজি