ভারত নয়, বাংলাদেশেই হবে বিশ্বকাপের ক্যাম্প
আইসিসির তিনটি আসরের মাঝে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে ওয়ানডে বিশ্বকাপকে। আবার এই ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে ভালো ক্রিকেট খেলে থাকে। এবারের আসর বসবে অক্টোবরে-নভেম্বরে ভারতে। বিসিবি পরিকল্পনা করেছিল ব্যাঙ্গালুরুতে এবার বাংলাদেশের ক্যাম্প করবে। কিন্তু সে পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সাড়া না পাওয়ায় বিসিবি পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এখন সেই ক্যাম্প বাংলাদেশেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) চেমসফোর্ডে বাংলাদেশের সাংবাদিকদের এরকমটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘প্রথমত আমরা দুই সপ্তাহের মতো ভারতের কোনো স্থানে ট্রেনিং ক্যাম্প করতে চেয়েছিলাম। সেটাও এশিয়া কাপের আগে। কারণ এশিয়া কাপের পরে আর সুযোগ থাকবে না। সেজন্য আমরা চেয়েছিলাম যে ট্রেনিং ক্যাম্প বা যাই করি না কেন, তা এশিয়া কাপের আগেই করতে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এত আগে ভারতে আমাদের ভেন্যু নিশ্চিত করতে পারছে না। তাদের কাছ থেকে সাড়াও পাচ্ছি না।’
জালাল ইউনুস বলেন, ‘এখন আইপিএল চলছে। পরে বিশ্বকাপের ভেন্যু প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পড়বে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এত অনিশ্চিয়তার মধ্যে না থেকে দেশেই ক্যাম্প করব। কোথায় ক্যাম্প করব, সেটা এখনো নিশ্চিত নয়। যেখানে বৃষ্টি কম হবে, সেখানেই করতে পারি।’
এদিকে এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দুবাইতে খেলতে চাচ্ছিলাম না কারণ এই সময় সেখানে অনেক গরম। এটাই আর কিছু না। আমরা ভেন্যু নিয়ে কিছু বলিনি।’
জালাল ইউনুস বলেন, ‘সামনে আমাদের বিশ্বকাপ। আমাদের ক্রিকেটারদের ইনজুরির ব্যাপারটি চিন্তাভাবনা করেই আমরা চাচ্ছিলাম না যে ৫০ ওভারের ম্যাচ দুবাইতে খেলতে। যদি ২০ ওভারের ম্যাচ হতো সেটা ঠিক ছিল।’
এশিয়া কাপ হবেই জানিয়ে তিনি বলেন, ‘এশিয়া কাপ হবে। নিশ্চয় হবে। কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ আসতে হবে। মূলত তাদের মধ্যে ভেন্যু নিয়ে আলোচনা চলছে। ফাইনালি কোথায় করবে এটা তো এখনো সিদ্ধান্ত হয়নি। সেটা এসিসি সিদ্ধান্ত নেবে।’
এমপি/এসজি