অবশেষে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবাদের জয়
রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম বাংলাদেশের জন্য ‘পয়া’ হয়ে থাকবে। এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচের যাত্রা হয়েছে বাংলাদেশের জয় দিয়ে। তাও হারের মধ্যে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (১১ মে) তারা ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। পাকিস্তানকে ১৫৪ রানে অলআউট করে বাংলাদেশ সেই রান অতিক্রম করে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে।
দুই দেশের যুবাদের সিরিজে বাংলাদেশ দল জয় পেল চতুর্থ ম্যাচে এসে। আগের তিন ম্যাচের একটি ছিল চারদিনের। বাকি দুইটি ছিল একদিনের। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। প্রতিটি ম্যাচেই রান সংগ্রহে সফল ছিল সফরকারীরা। সেখানে ব্যর্থ ছিল স্বাগতিকরা।
এবার তৃতীয় ম্যাচে রাজশাহীর যাত্রা পথে সফরকারীরা আর ব্যাট হাতে সফল হতে পারেনি। টস জিতে ব্যাট করতে নামার পর বাংলাদেশের বোলারদের মারাত্মক বোলিংয়ে পিচে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৫৪ রানেই হারায় তারা ৫ উইকেট। এরপর অধিনায়ক সাদ বেগ ৩৫, আলী আসফান্ড অপরাজিত ২৭ ও আরাফাত মিনহাস ২৬ রান করলে দলের রান ১৫৪ পর্যন্ত যায়। ওভার খেলে ৪১.৪টি। বাংলাদেশের পক্ষে রাহানাত দৌল্লা বর্ষন ২০ ও ইকবাল হোসেন ইমন ৩৭ রানে নেন ৩টি করে উইকেট। পারভেজ রহমান জীবন ৩০ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন জিশান আলম ও ওয়াসি সিদ্দিকি।
টার্গেট কম থাকায় রান পাড়ি দিতে কখনই সমস্যায় পড়তে হয়নি স্বাগতিকদের। দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও মাজহারুল ইসলাম ৯.২ ওভারে ৫৯ রান এনে দিয়ে দলের সহজ জয়ের ভিত গড়ে দেন। এই রানেই দুই ওপেনার বিদায় নেন। প্রথমে আউট হন ৩৪ বলে ৮ চারে আদিল ৩৬ রান করে। মাজহারুল ইসলাম আউট হন ২৫ বলে ৪ চারে ২১ রানে। একই রানে দুই ওপেনারকে হারালেও তাতে করে বাংলাদেশ দলের উপর কোনো বাড়তি চাপ পড়েনি। ওয়ান ডাউনে নামা মারকুটে জিশান আলম ১৯ বলে ৫ চারে ২৪, মোহাম্মদ সিহাব জেমস ২৫ বলে ৫ চারে ২৭ রানের সঙ্গে আরিফুল ১২ ও পারভেজ রহমান জীবন অপরাজিত ১৩ রান করলে বাংলাদেশ মাত্র ২৬ ওভারেই ৬ উইকেটে লক্ষ্য অতিক্রম করে। ম্যাচসেরা হন রাহানাত দৌল্লা বর্ষন। সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
এমপি/এসজি