দুই দেশে এশিয়া কাপ চায় না বাংলাদেশ ও শ্রীলঙ্কা
এশিয়া কাপ আয়োজনে ‘হাইব্রিড মডেল’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শেষ ভরসা। কিন্তু তাদের এই পরিকল্পনায় ভেটো দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভিন্ন দুই দেশে ২০২৩ এশিয়া কাপ খেলতে চায় না বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
পাকিস্তানে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানে দল পাঠাতে ঘোর আপত্তি ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোলের (বিসিসিআই)। সমস্যার সমাধানের জন্য ‘হাইব্রিড মডেল’ উপস্থাপন করে পিসিবি।
হাইব্রিড মডেল অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে। এক্ষেত্রে একাধিক সমস্যা তুলে ধরে তা ই-মেইলের মাধ্যমে পিসিবি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়েছে বিসিবি ও এসএলসি। একইসঙ্গে স্পষ্ট করেছে, পাকিস্তানে খেলতে তাদের কোনো সমস্যা নেই।
সেপ্টেম্বরে এশিয়া কাপের পর্দা উঠার সূচি রয়েছে। পরের মাসে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিগ ইভেন্টের আগে আমিরাতের গরমে খেলোয়াড়দের পাঠাতে চায় না বিসিবি ও এসএলসি। তা ছাড়া অতিরিক্ত ভ্রমণেও আপত্তি জানিয়েছে দুই বোর্ড। ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
সবশেষ মঙ্গলবার এসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন পিসিবির প্রতিনিধিরা। ওই সভায় আবারও হাইব্রিড মডেল উপস্থাপন করে আয়োজক বোর্ড। এরপরই ক্রিকইনফো জানায় যে পিসিবির পরিকল্পনার সঙ্গে কোনোভাবেই একমত পোষণ করেনি দুটি ক্রিকেট বোর্ড।
এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলবা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আমরা হাইব্রিড মডেলের বিপক্ষে। এটা লিখিত আকারে এসিসিকে জানিয়েছি। কারণ টুর্নামেন্টের সময় সংযুক্ত আরব আমিরাতে খুব গরম থাকবে।’
এসজি