বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন ধূসর!
খেলা শুরুর করার জন্য কাট অফ টাইম ছিল বাংলাদেশ সময় ১টা ২০ মিনিট (লন্ডন সময় ৮টা ২০মিনিট) পর্যন্ত। কিন্তু সেই পর্যন্ত আর অপেক্ষা করতে হয়নি আম্পয়ারদের। বাংলাদেশ সময় রাত ১২টা ও লন্ডন সময় বিকাল ৫টায় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলের তিন ম্যাচের সিরিজ শুরু হলো বৃষ্টির পেটে ম্যাচ দিয়ে।
বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৬ রান করার পর আয়ারল্যান্ড ১৬.৩ বলে ৩ উইকেটে ৬৫ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গিয়েছিল। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। কিন্তু সেই ম্যাচ নিয়েও আছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আছে।
চেমসফোর্ডের ইতিহাসে এটিই প্রথম ম্যাচ পরিত্যক্ত হলো। এর আগে অবশ্য ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মাত্র তিনটি। আর বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ১৪তম ম্যাচে এই নিয়ে চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হলো। সর্বশেষ বাংলাদেশ সফরেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আয়ারল্যান্ডের। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য তাদের সামনে সুযোগ ছিল সিরিজ ৩-০ ব্যবধানে জেতা। কিন্তু ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তারা সেই সুযোগ হারিয়েছে। পরিত্যক্ত ম্যাচ থেকে পেয়েছে ৫ পয়েন্ট। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩। বাংলাদেশের পয়েন্ট ১৩৫। তাদের অবস্থান চারেই। আয়ারল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়ায় ২১ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলার সুযোগ পেল। অথচ এই বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের মাঠে খেলা আয়োজন না করে ইংল্যান্ডকে বেছে নিয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। বাছাইপর্ব খেলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে হবে আইরিশদের।
এমপি/এসজি