বড় স্কোরের আশায় ব্যাটিংয়ে বাংলাদেশ
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ছাড়পত্র পাওয়ার পর থেকেই বাংলাদেশ দলের পক্ষ থেকে বার্তা আসে অনেকটা এরকম, ‘এখন থেকে যা কিছু হবে তা হবে বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে।’
কথার সঙ্গে বাস্তবতারও দারুণ মিল খুঁজে পাওয়া যায় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে। পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি আগ্রাসী ক্রিকেট। ফলাফলও আসে। এরপর বাকি থাকে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পাশাপাশি এশিয়া কাপ। কিন্তু এরই মাঝে বাংলাদেশ দল চিন্তা-ভাবনায় পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনটা এসেছে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে।
কোচ চন্ডিকা হাথুরুসিংহে সরাসরি জানিয়ে দিয়েছেন কোনো পরীক্ষা-নিরীক্ষা, একাদশই নিয়েই মাঠে নামবেন। এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন। খেলা হচ্ছে ইংল্যান্ডের কন্ডিশনে। বিশ্বকাপ হবে ভারতের কন্ডিশনে। তাই এমন কন্ডিশনে দল কেমন খেলতে পারে তা তিনি যাচাই করে দেখতে চান।
কোচের কথার প্রতিধ্বনি হয়েছে বাংলাদেশের একাদশে। যাচাই করে দেখার অবকাশ রাখেননি চন্ডিকা হাথুরুসিংহে। তাইতো পরীক্ষা দেওয়ার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়নি রনি, ইয়াসির, কিংবা মৃত্যুঞ্জয়কে।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে খেলা সর্বশেষ একাদশে দুইটি পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তন দুইটি ছিল আবশ্যিক। কারণ শেষ ম্যাচ খেলা তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ এবার দলেই ছিলেন না। তাই তাদের পবিবর্তে দলে নেওয়া হয়েছে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামকে। আইপিএলে সেরা একাদশে জায়গা হারানো মোস্তাফিজের জায়গা হয়নি সেরা একাদশে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
এমপি/এসজি