ইংল্যান্ডের মুক্ত বাতাসে বাংলাদেশের অনুশীলন
ইংল্যান্ডে যাওয়ার পর ম্যাচের আগের দিন সোমবার (৮ মে) ছিল বাংলাদেশের জন্য আনন্দময় একটি দিন। এ দিন তারা প্রথমবারের মত ম্যাচ ভেন্যু চেমসফোর্ডে অনুশীলন করার সুযোগ পায়। সাকিব আল হাসান ও তামিম ইকবাল একসঙ্গে প্রবেশ করেন মাঠে। আর এ সম্ভব হয়েছিল বৃষ্টির উৎপাত না থাকাতে।
ইংল্যান্ডের কনকনে ঠান্ডায় এমন আবাহাওয়া পেয়ে ক্রিকেটারদেরও ফুরফুরে দেখা গেছে। বৃষ্টি না থাকায় সিরিজ নিয়ে দুই অধিনায়ক তামিম ইকবাল ও অ্যান্ড্রু বালবির্নি ফটোসেশনও করেন। যদিও সেই ফটোসেশন ছিল খুবই সাদামাঠা। দুই অধিনায়ক ছোট্ট সাধারণ মানের একটি ট্রফি হাতে নিয়ে মাঠেই করেন ফটোসেশন।
কাঙ্ক্ষিত ক্লাউড কাউন্ট গ্রাউন্ডে ঢুকেই অধিনায়ক তামিম ছুটে যান পিস দেখতে। এই পিচ দেখা ছিল বহুল কাঙ্ক্ষিত। কারণ পিচ দেখার উপরই নির্ভর করবে দলের একাদশ কেমন হবে। শেষ পর্যন্ত পিচ দেখতে পারার কারণে তামিম একাদশ নিয়ে একটা ধারণা নিতে পেরেছেন।
অবশ্য চেমসফোর্ডে যে রকম কন্ডিশন। সোমবার বৃষ্টি না থাকলেও বাতাস ছিল। ছিল শীতের পরশও। এমন কন্ডিশন ধারণা করাই যায় বাংলাদেশ তাদের একাদশে পেসার তিনজনই রাখবে। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিচ না দেখেই শুধুমাত্র কন্ডিশন দেখেই তামিম ইকবাল সে রকমই ইঙ্গিত দিয়েছিলেন।
বাংলাদেশের জন্য এই সিরিজ যেখানে বিশ্বকাপের প্রস্তুতির অংশ, আয়ারল্যান্ডের জন্য সেখানে বিশ্বকাপের টিকিট পাওয়ার সর্বশেষ সুযোগ। তার জন্য জিততে হবে ৩-০ ব্যবধানেই। কিন্তু কাজটি তাদের জন্য কঠিনই। কারণ মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে তিন ফরম্যাটেই আয়ারল্যান্ড নাকানি চুবানি খেয়েছিল। বাংলাদেশ খেলেছিল আগ্রাসী ক্রিকেট।
সোমবার চেমসফোর্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায় ছিল সে রকমই ইঙ্গিত। তিনি বলেন, আমরা আমাদের যোগ্যতা, সামার্থ্য আর স্কিল অনুযায়ী খেলব। কন্ডিশনের বিষয়টি আমাদের মাথায় থাকবে। খেলতে হবে কন্ডিশন বুঝে টেকটিক্যারি। আমরা শুধু এই সিরিজ নিয়েই ভাবছি। আগে যে রকম খেলেছি, সেই একই রকম খেলা আমরা এখানেও খেলব।
বিশ্বকাপের আগে বাংলাদেশের সব ম্যাচই তার প্রস্তুতির অংশ হিসেবে ভাবা হচ্ছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু হাথুরুসিংহের কথায় ছিল তার বিপরীত আভাস। তিনি বলেন, এই সিরিজ আমরা ভারতের কন্ডিশনে খেলছি না। ইংল্যান্ডের কন্ডিশনে খেলছি। তাই আমরা শুধু এই সিরিজ আর এই কন্ডিশনের দিকেই মনোযোগ দিচ্ছি কীভাবে খেলব। কন্ডিশনের কারণে বিশ্বকাপের দিকে খুব একটা নজর দিতে পারছি না।
এমপি/এসজি