বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে বৃষ্টির চোখ রাঙানি
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড তাদের হোম সিরিজ বৃষ্টির শঙ্কায় সরিয়ে ইংল্যান্ডে নিয়েছিল। কিন্তু সেখানেও সেই শঙ্কা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কমই। কারণ চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ইংল্যান্ডে আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া গেছে তাতে করে তিনটি ম্যাচই ভেস্তে যেতে পারে। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৯, ১২ ও ১৪ মে।
ইংল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামীকাল ৯ মে সকাল ৮টা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে। যদি এ রকমটি হয়েই থাকে তাহলে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা কমই!
আগামি ১২ মে দ্বিতীয় ম্যাচের দিন প্রায় সারা দিনই থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে চেমসফোর্ডে। আর ১৪ মে আবহাওয়ার পূর্বাভাসে আছে ভোর থেকে বৃষ্টির। থাকবে সারা দিনই।
এদিকে বাংলাদেশ দল ইংল্যোন্ডে যাওয়ার পর থেকেই বৃষ্টির কবল থেকে মুক্তি পাচ্ছে না। ৫ মে একমাত্র প্রস্তুতি ম্যাচটিও চলে গেছে বৃষ্টির পেটে। তারপর ৭ মে পর্যন্ত করতে পারেনি কোনো অনুশীলনও।
এমপি/এসজি