নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বসী বাবর
সবশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৯ সালে শিরোপার খুব কাছ থেকে ফিরেছে তারা। দরজায় কড়া নাড়ছে আরেকটি সংস্করণ, তখন পাকিস্তানের মাটিতে ওয়ানডে ফরম্যাটে নাস্তানাবুদ হয়েছে কিউইরা। ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। প্রথম চার ওয়ানডে জিতে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে। দ্বিতীয় ম্যাচে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৭ রান তাড়ায় সফল হয়ে রেকর্ড গড়ে স্বাগতিকরা। ১৮তম সেঞ্চুরিতে ওয়ানডেতে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান বাবর।
ওপেনার ফখর জামান টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন। ওপেনে যোগ্যতার প্রমাণ দিয়েছেন ইমান উল হকও। এক কথায়, মনে রাখার মতো একটি সিরিজ পার করল পাকিস্তান। বিশ^কাপের আগে এমন দলীয় পারফরম্যান্সে আশায় বুক বেধেছেন বাবর।
পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘সিরিজ জয়টা দারুণ। আর র্যাঙ্কিংয়ে এক নাম্বারে ওঠা আমাদের বিশ্বকাপের জন্য ভালো অবস্থানে রাখবে।’ ভারতে অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ^কাপ। আইসিসি ইভেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এ প্রসঙ্গে বাবর বলেছেন, ‘আমরা এটা নিয়ে কিছু বলতে পারব না, তবে যেখানেই খেলার সুযোগ পাব, সেখানেই খেলব।’
রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম দুই ওয়ানডে জিতেছে যথাক্রমে ৫ ও ৭ উইকেট ব্যবধানে। করাচিতে পরের দুই ম্যাচ জিতে ২৬ ও ১০২ রানে। রবিবার রাতে শেষ ওয়ানডে ৪৭ রানে জিতে ধবলধোলাইয়ের লজ্জা এড়ায় কিউইরা। তাদের এই জয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে তিনে নেমে গেছে পাকিস্তান।
এমএমএ/