চেমসফোর্ড এখনো অদেখা তামিমদের
বিদেশে খেলতে গিয়েছে বাংলাদেশ দল প্রায় এক সপ্তাহের মতো হবে অথচ এখন পর্যন্ত যে উইকেটে খেলা হবে সেই মাঠেই যাওয়া হয়নি। এমন নজির বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আগে হয়েছে কি না তা নিয়ে পরিসংখ্যান ঘেটে দেখা যায় পরিসংখ্যান হয়তো জবাব দেবে না, এরকম হয়নি।
বাংলাদেশ দল ইংল্যান্ড গিয়েছে দুই ভাগে এপ্রিল মধ্যরাত এবং পহেলা মে সকালে ৭ তারিখ পর্যন্ত তারা ওয়ানডে ম্যাচের ভেন্যু চেমসফোর্ডে যেতেই পারেনি। এমনকি অনুশীলন ভেন্যুতে একদিনও পুরোদমে অনুশীলন করতে পারেনি। খেলতে পারেনি একমাত্র প্রস্তুতি ম্যাচও। সবকিছুর মূলেই বৃষ্টি। অথচ এই বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে, নিরাপদে ম্যাচ আয়োজন করতে আইরিশ ক্রিকেট বোর্ড নিজেদের মাঠে খেলা আয়োজন না করে ইংল্যান্ডে স্হানান্তরিত করেছিল। কিন্তু বৃষ্টির হাত থেকে পাচ্ছে না। এই বৃষ্টি তিন ম্যাচের সিরিজে কতটা প্রভাব ফেলে এই শঙ্কায় শঙ্কিত সবাই।
খেলা শুরুর আগে ভেন্যুতে অনুশীলন করা, পিচ দেখা, মাঠ দেখা, খেলারই একটি অংশ। খেলা শুরুর আগে ওয়ানডে সিরিজের ভেন্যু চেমসফোর্ড দেখার সুযোগ আছে আর মাত্র একদিন আজ ৮ মে সোমবার।
বৃষ্টি আসুক, বা না আসুক, আজ বাংলাদেশ দল প্রথমবারের মতো যাবে চেমসফোর্ডে। যদি বৃষ্টি বাগড়া দেয়, তা হবে বাংলাদেশ দলের জন্য আফসোসের কারণ। করা হবে না অনুশীলন। দেখা হবে না পিচ। কেমন হবে সেরা একাদশ তা নিয়ে করা যাবে না পরিপূর্ণ পরিকল্পনা। তাই প্রস্তুতির ঘাটতি নিয়েই প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল।
অধিনায়ক তামিম ইকবাল বলেন আসলে এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা সত্য আবহাওয়ার কারণে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি।তবে যতটুকু সুযোগ পেয়েছি সেটিকে আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি ইনডোরে অনুশীলন করে। এখন আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে।
চেমসফোর্ডে অনুশীলন করতে না পারার আক্ষেপ ঝরেছে অধিনায়কের কণ্ঠে। তিনি বলেন, 'যদি এখানে (চেমসফোর্ডে) আমরা প্রত্যেকটা সেশন অনুশীলন করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। কিন্তু এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই করতে পারতাম ওটা করতে পারতাম এসব না ভেবে ৯ তারিখের ম্যাচ নিয়ে আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে৷ এই মানসিক প্রস্তুতিই এখন আমাদের সবচেয়ে বেশি সাহায্য করবে।'
পিচ দেখতে না পারার কারণে সেরা একাদশ সাজানোতেও কিছুটা সমস্যার সম্মুখীন তামিমরা। অধিনায়ক বলেন,' উইকেট না দেখা পর্যন্ত আসলে কোনো কিছু বলা সম্ভব না। তা ছাড়া ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে আগে থেকে কোনো কিছু ধারণা করা কঠি। দেখবেন এই রোদ, এই বৃষ্টি।'
তামিম বলেন, 'এই মাঠে আমার আগে খেলার কোনো অভিজ্ঞতা নেই। যে কারণে উইকেট সম্বন্ধেও খুব একটা ধারণা নেই। আগে যে খেলাগুলো হয়েছে এবং বর্তমান খেলাগুলো থেকে যতটুকু সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করছি। তারপর উইকেট দেখে আমরা সিদ্ধান্ত নেব কোনো কম্বিনেশন নিয়ে মাঠে খেলতে নামব।'
অসংখ্য ঘাটতি নিয়ে বাংলাদেশ মাঠে নামলেও জয়ের লক্ষ্য থেকে দূরে সরে আসেননি তামিম। যতই ঘাটতি থাকুক জয়টা নিজেদের পকেটে ভরতে চান। তামিম বলেন, 'আমাদের লক্ষ্য একটাই ভালো খেলা এবং যেটা।'
এমপি/এসএন