জাতীয় দলের ৯ ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ সফরে উইন্ডিজ ‘এ’ দল
আর্ন্তজাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ৯ জন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ সফরে আসেছ উইন্ডিজ ‘এ’ দল। দলকে নেতৃত্ব দিবেন জাতীয় দলের হয়ে খেলা উইকেট রক্ষক ব্যাটসম্যাব জসুয়া ডি সিলভা। গত বছর বাংলাদেশ ‘এ’ দল যখন উইন্ডিজ সফরে গিয়েছিল, তখনও তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
উইন্ডিজের ১৫ সদস্যের এই দলে জাতীয় দলের হয়ে ৯ ক্রিকেটারের মাঝে আছেন সাবেক ক্রিকেটার শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপল।
তিনি গত বছর বাংলাদেশ যখন উইন্ডিজ সফরে গিয়েছিল,তখনও খেলেছিলেন। দুই ম্যাচের চারদিনের সিরিজে একটি সেঞ্চুরিও করেছিলেন তিনি। দুইটি ম্যাচই ড্র হয়েছিল। এ ছাড়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ড্র ছিল। ১টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছিল।
জাতীয় দলের হয়ে খেলা অপর ৭ ক্রিকেটার হলেন ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কার্টি, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।
এবারের সফরের উইন্ডিজ ‘এ’ দল তিনটি চারদিনের ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উইন্ডিজ ‘এ’ দল বাাংলাদেশে আসবে ১১ মে। সফর শুরু হবে ১৬ মে। এরপর ২৩ ও ৩০ মে শুরু হ হবে বাকি দুইটি ম্যাচ।
এদিকে বাংলাদশে যে ‘এ’ দল ঘোষণা করা হেয়েছে সেখানেও আছে জাতীয় দলের খেলোয়াড়দের ছড়াছড়ি। আফিফ হোসেনকে করা হয়েছে অধিনায়ক। আছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ নাঈম শেখ,নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন।
উইন্ডিজ ‘এ’ দল
জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কার্টি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জেইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাককেস্কি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।
এমপি/এমএমএ/