আফগানিস্তানে এক হাজার স্পিনার আছে: রশিদ খান
রশিদ খানের যোগ্যতা নিয়ে তর্ক করার সুযোগ নেই। বিপরীতে তার বয়স আর বেঁফাস মন্তব্য ঘিরে বিতর্কের অন্ত নেই। এই যেমন হার্শা ভোগলের সঙ্গে আলাপচারিতায় অদ্ভুত এক দাবি করে বসলেন আফগানিস্তান স্পিনার। তিনি বলেছেন, তার দেশে এক হাজার স্পিনার আছে!
রশিদ এখন ব্যস্ত আইপিএলে। গুজরাট টাইটান্সে তার সঙ্গে আছেন আরেক আফগান চায়নম্যান নুর আহমেদ। দুজনেই দারুণে ছন্দে। শুক্রবার রাতেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুজরাটের জয়ের ম্যাচে রশিদ-নুর মিলে শিকার করেন ৫ উইকেট। এদিনই মুখোমুখি হন হার্শা ও রশিদ। দেখে নেওয়া যাক তাদের আলাপচারিতা-
হার্শা: আফগানিস্তানে কতজন স্পিনার আছে?
রশিদ: সত্যি বলতে, এখন হাজারেরও বেশি।
হার্শা : না!
রশিদ: আমি সেখানে অনেক একাডেমিতে গিয়েছি এবং আমি অনেক লেগস্পিনার ও চায়নাম্যান দেখেছি।
হার্শা: আপনি আমাকে একবার বলেছিলেন যে আপনি একাডেমিতে গিয়েছিলেন, সেখানে আড়াইশ রিস্ট স্পিনার ছিল।
রশিদ: হ্যাঁ, আড়াইশর কাছাকাছি ছিল। এখন এটা আরও বেশি হবে। সেটা ছিল আমার আইপিএলের প্রথম বছর। ওটার প্রভাব এমনই ছিল যে দেশের মানুষের আগ্রহ বাড়ে। এখন আমি ৫-৬ বছর ধরে আইপিএল খেলছি। দেশেও স্পিনারের সংখ্যা বেড়েছে।
এসজি