ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের বৃত্তেই নিউজিল্যান্ড। টানা চার হারে ধবলধোলাইয়ের লজ্জা চোখ রাঙাচ্ছে কিউইদের। তাদের চাপের মুখে রেখে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে বাবর আজমের পাকিস্তান।
শুক্রবার (৫ মে) রাতে করাচিতে চতুর্থ ওয়ানডে ১০২ রানে জিতে নেয় স্বাগতিকরা। বাবরের রেকর্ড গড়া সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ৩৩৪ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। রান তাড়ায় কখনোই জয়ের পথে ছিল না সফরকারীরা। ৪৩.৪ ওভারে তাদের ইনিংস গুটিয়ে যায় ২৩২ রান।
রবিবার (৭ মে) সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। শীর্ষস্থান দখলে রাখতে কিউইদের ধবলধোলাই করতে হবে পাকিস্তানকে। যদি হেরে যায়, তাহলে তিনে নেমে যাবেন বাবররা এবং অস্ট্রেলিয়া ফিরে পাবে শীর্ষস্থান। ফল যাই হোক না কেন, নিউজিল্যান্ড থেকে যাবে তালিকার পঞ্চম স্থানে।
যদি পঞ্চম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয় বা অন্য কোনো কারণে ফল না হয়, তবে শীর্ষেই থেকে যাবে পাকিস্তান।
এসজি