বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রস্ততি ম্যাচে দর্শক-সাংবাদিক প্রবেশ নিষেধ!
আয়ারলান্ডের উলভসের বিপক্ষে বাংলাদেশের একমাত্র ওয়ানডে ম্যাচে শুক্রবার (৫ মে) প্রস্তুতি ম্যচে দর্শক-সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। ম্যাচটির ভেন্যু কেমব্রিজ ইউনির্ভার্সিটি ক্রিকেট মাঠ ফেনার্স। কেমব্রিজের সঙ্গে চুক্তির কারণেই এ রকমটি করা হয়েছে।
আইসিসিরি সর্বশেষ টেস্ট স্ট্যাটাস পাওয়া দুইটি দেশ হলো আফগানিস্তান ও আয়ারল্যান্ড। দেশের অভ্যন্তরিণ রাজনৈতিক কারণে আফগানিস্তান নিজেদের দেশে কোনও আর্ন্তজাতিক ম্যাচ খেলতে পারে না। আয়ারল্যান্ডের অবশ্য সে রকম কোনও সমস্যা নেই। কিন্তু এবার বাংলাদেশের বিপক্ষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ৩ ম্যাচের সিরিজ খেলতে গিয়ে সে রকমই সমস্যায় পড়েছে। প্রকৃতির বৈরি আচরনের কারণে তারা নিজ দেশে সিরিজের ম্যাচ তিনটি আয়োজন করতে পারছেনা। যে কারণে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ করে চেমসফোর্ডে আয়োজন করছে ম্যাচ তিনটি।
ম্যাচ তিনটি আয়োজন করতে গিয়ে আইরিশ ক্রিকেট বোর্ডকে বিভিন্ন শর্ত মানতে হচ্ছে। সে রকম একটি শর্ত ছিল প্রস্তুতি ম্যাচে দর্শক-সাংবাদিক ঢুকতে পারবে না। এ ব্যাপারে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দর্শক-সাংবাদিক ঢুকতে না পারার বিষয়টি স্বীকার করেন।
এদিকে বৃষ্টির কারণে এখনও খেলা শুরু হয়নি। বৃষ্টি থেমে যাওয়ার পর পিচ কভারও তুলে নেওয়া হয়েছে। কিন্তু আম্পায়ারা এখনও খেলা শুরুর সময় জানাননি।
এমপি/এএস