বাংলাদেশ-আয়ারল্যান্ড সরাসরি সম্প্রচার নিয়ে শঙ্কা
টিভি চ্যানেলগুলো এখন আইপিএলমুখী। এরই মধ্যে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। ইংল্যান্ডের চেমসফোর্ডে দুই দলের লড়াই শুরু হবে ৯ মে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অধীনে থাকা ম্যাচ ৩টি সরাসরি টিভিতে সম্প্রচার নিয়ে শঙ্কা জেগেছে। খেলা দেখাবে কোন চ্যানেল তা নিশ্চিত করার দায়িত্ব স্বাগতিক ক্রিকেট বোর্ডের। কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ডের কাছে এ নিয়ে নেই কোনো তথ্য।
বৃহস্পতিবার (৪ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিসিবির এই কর্তা বলেছেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছি যে বাংলাদেশ অঞ্চলে কোন চ্যানেলে খেলা দেখা যাবে। তারা বিষয়টা এখনো নিশ্চিত করতে পারেনি। সেই কারণেই হয়তো তারা আমাকে জানায়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারব।’
নিজামউদ্দিন চৌধুরী যোগ করেন, ‘ব্রডকাস্টের বিষয়টা পুরোপুরি নির্ভর করে স্বাগতিক বোর্ডের উপর। তারাই এটা ঠিক করে। তারা যখন কোনো দেশে যায়, সেই স্বাগতিক বোর্ডের দায়িত্ব এটা। তারা তাদের বিষয় যখন কনফার্ম করবে, তারা জানাবে। তখনই আমরা আপনাদের জানাতে পারব।’
প্রধান নির্বাহী বলেছেন, ‘আপনাদের মতো আমরাও আশা করি, বাংলাদেশের সাধারণ দর্শকরা যেন খেলা দেখতে পারে। সেজন্য আমাদের জানতে চাওয়া, আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করা।’
এসজি