সুপার লিগে শেখ জামাল ও লিজেন্ডসের জয়
ডিপিএলের সুপার লিগ হার দিয়ে শুরু করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল দুই দল।
বৃহস্পতিবার (৪ মে) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৮৫ রানে হারিয়েছে শেখ জামাল। একই দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিজেন্ডস জিতেছে ৪ উইকেট ব্যবধানে।
সাভারে বিকেএসপির তিন নাম্বার গ্রাউন্ডে বৃষ্টির কারণে ম্যাচের পরিধি নেমে আসে ৪৭ ওভারে। ভেজা মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৫৯ রানের সংগ্রহ পায় শেখ জামাল। রান তাড়ায় প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি মোহামেডান। ৪০.৫ ওভারে সাদা-কালোরা অলআউট হয় মাত্র ১৯১ রানে।
জামালের জয়ের নায়ক ফজলে মাহমুদ। তিন নাম্বারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ৮৬ বলে ৯৩ রানের ইনিংস সাজান ৬ চার ও ৫ ছক্কায়।
অধিনায়ক নুরুল হাসান সোহানও এদিন জ্বলে ওঠেন। ৬০ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৭০ রান। হাফ সেঞ্চুরি করেন সাইফ হাসানও। ম্যাচসেরা হয়েছেন ফজলে মাহমুদ।
লিজেন্ডসকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছে তানবীর হায়দার। প্রথমে বল হাতে ৩৭ খরচায় ৪ উইকেটে শিকার করেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রানে থামে গাজী গ্রুপ। এরপর ব্যাট হাতে জয়ের সঙ্গী ছিলেন তানবীর। অপরাজিত ছিলেন ১৯ রানে (১৮ বলে)।
রান তাড়ায় লিজেন্ডসের জয়ের পথ সহজ হয় পারভেজ হোসেন ইমন ও চিরাগ জানির হাফ সেঞ্চুরিতে। দুজনে যথাক্রমে ৫৭ ও ৮১ রানে আউট হন। এ ছাড়া, ছোট ছোট অবদান রাখে বাকিরা। তাতে ৪ উইকেট এবং ১৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
এমএমএ/