আবাহনীকে ধরতে জিততে হবে শেখ জামালকে
বিশ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থেকে সুপার লিগ শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড। কিন্তু সুপার লিগের প্রথম ম্যাচেই শেখ জামাল খুবই বাজে খেলে অপ্রত্যাশিতভাবে হেরে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৭ উইকেটে।
জয়-পরাজয় খেলারই অংশ। কিন্তু শেখ জামাল হেরেছে খুবেই বাজে খেলে। আগে ব্যাটিং করে তারা মাত্র ৮৯ রান করে অলআউট হয়েছিল। বিপরীতে আবাহনী ৮ রানে মোহামেডানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়। পাশাপাশি এগিয়ে যায় শিরোপা পুনরুদ্ধারের পথে।
সুপার লিগে দলগুলোর পয়েন্টের যে অবস্থা তাতে করে মূলত এই দুই দলের মাঝেই শিরোপা লড়াই সীমাদ্ধ ছিল। সামান্য পিছিয়ে আরেকটি দল ছিল এই লড়াইয়ে। মাশরাফির লিজেন্ড অব রূপগব্জ। তাদের পয়েন্ট ছিল ১৬। কিন্তু তারাও প্রাইম ব্যাংক ক্রিকেটে ক্লাবের কাছে হেরে যায় ১৭৩ রানের বিশাল ব্যবধানে। ফলে এখন লড়াই আরও সীমাবদ্ধ হয়ে পড়েছে শেখ জামাল ও আবহনীর মাঝে।
বৃহস্পতিবার থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। বিকেএসপির ৩ নম্বার মাঠে শেষ জামালের প্রতিপক্ষ মোহামেডান। শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া মোহামেডানের পয়েন্ট ১৩। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। সুপার লিগের প্রথম ম্যাচ জিতলেও প্রাইম ব্যাংক শিরোপা লড়াইয়ে নেই। তাদের পয়েন্ট ১৬। এই জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে উঠে এসেছে। চারে নেমে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
এদিকে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপের পয়েন্ট ১৩। তারাও সুপার লিগের প্রথম ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ছয় থেকে পাঁচে উঠে এসেছে। মোহামেডান পাঁচ থেকে নেমে গেছে ছয়ে।
এই রাউন্ডে মূলত দৃষ্টি থাকবে শেখ জামাল ও আবাহনীর ম্যাচের দিকে। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে শেখ জামালের জয়ের বিকল্প নেই। প্রথম পর্বে শেখ জামাল একটি মাত্র ম্যাচ হেরেছি এবং সেই ম্যাচের প্রতিপক্ষ ছিল এই মোহামেডান।
টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার পর মোহামেডান এই ম্যাচ জিতেছিল জাতীয় দলের সাকিব-মিরাজ-রনি প্রথমবার খেলতে নামার পর। বিকেএসিপির ৪ নম্বার মাঠে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান আগে ব্যাট করে ৭ উইকেটে ২৯০ রান করেছিল। জবাব দিতে নেমে শেখ জামাল অলআউট হয়েছিল ২৬৮ রানে।
খেলায় শেখ জামালকে যেমন প্রতিশোধ নিতে হবে, তেমনি প্রতিশোধ নিয়ে টিকে থাকতে হবে শিরোপার লড়াইয়ে।
প্রথম পর্বে আবাহনীও হেরেছিল একটিমাত্র ম্যাচে। প্রতিপক্ষ ছিল শেখ জামাল। হেরেছিল ৪ উইকেটে। প্রথম পর্বে প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনী জয়ী হয়েছিল ১৯১ রানের বিশাল ব্যবধানে। বিকেএসপির ৩ নম্বার মাঠে আগে ব্যাট করে আবাহনী এনামুল হক বিজয়ের ১৫৩ ও মোহাম্ম নাঈম শেখের ৯৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৩৩৬ রানের বিশাল পাহাড় গড়েছিল। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক মাত্র ১৯৫ রান করে অলআউট হয়েছিল।
প্রখম পর্বে গাজী গ্রুপের বিপক্ষে ৬ উইকেটে জয়ী হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। গাজীর করা ২৭৭ রানের জবাব দিতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ জিতেছিল ৪ উইকেট হারিয়ে ২৮০ রান করে।
এদিকে রেলিগেশন লিগে নিয়ম রক্ষার ম্যাচ বিকেএসপির ৪ নম্বার মাঠে মুখোমুখি হবে প্রথম বিভাগ নেমে যাওয়া দুই ক্লাব শাইন পুকুর ও ঢাকা লিওপার্ডস। রেলিগেশন লিগের প্রথম ম্যাচে অগ্রনী ব্যাংকের ঢাকা লিওপার্ডসের বিপক্ষে শেষ বলে ১ উইকেটে জিতে প্রিমিয়ার বিভাগে টিকে যায়।
এমপি/এমএমএ/