বৃথা গেল সাকিবের সেঞ্চুরি, সিরিজ হারল বাংলাদেশের যুবারা
তৃতীয় দিন যে প্রতিরোধের ডাক দিয়েছিল বাংলাদেশের যুবারা চতুর্থ ও শেষ দিন তা আর ধরে রাখতে পারেনি। দলনায়ক শাহরিয়ার সাকিবের (১০৬) সেঞ্চুরিও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে পাকিস্তানের যুবাদের কাছে ১০ উইকেটে ম্যাচ হেরেছে তারা। এর ফলে এক ম্যাচের চারদিনের সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশে দল দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়ে এগিয়ে থাকে মাত্র ২১ রানে। সফরকারীরা সেই রান অতিক্রম করে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল মাত্র ১৪৯ রান। সফরকারীরা তাদের প্রথম ইনিংসে করেছিল ৪২০ রান। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আগামী ৬ মে চট্টগ্রামে।
চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল তৃতীয় দিনটি নিজেদের করে নিয়েছিল। প্রতিপক্ষকে আর ৫৬ রান যোগ করতে দিয়ে তুলে নিয়েছিল শেষ ৩ উইকেট। এরপর নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ওপেনার আশিকুর রহমান শিবলির ৭৯, আদিল বিন সিদ্দিকের ২৯ আর অধিনায়ক সাকিবের অপরাজিত ৪৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল ৩ উইকেটে ১৬৬ রান করে। আজ (৩ মে) চতুর্থ শেষ দিনে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর সম্ভাবনা জেগেছিল। কিন্তু একমাত্র দলনায়ক ছাড়া আর কেউই সফল হতে পারেননি। দিতে পারেননি কেউ সঙ্গ।
সাকিব নিজের ৪৭ রানের ইনিংসকে তিন অঙ্কে রূপ দিয়ে ১০৬ রান করে আলী আসফান্ডের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন। ৩৩০ মিনিট ক্রিজে থেকে ২৩৫ বলে খেলে ১৪টি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। তিনি ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেন জাকারিয়া ইসলাম শান্ত ২৩। এ ছাড়া মাহফুজুর রহমান রাব্বি ১৫ ও আকন্ত মেষ ১০ রান করেন। আলী আসফান্ড ৬৬ রানে ৪টি, আরাফাত মিনহাজ ৪৯ রানে ৩টি ও মোহাম্মদ ইসলামাইল ৬৭ রানে নেন ২টি উইকেট।
২১ রান তাড়া করতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার প্রথম ইনিংসে ১৭৪ রান করা শাহজিব খান ১৯ ও তার সঙ্গী আজান আওয়াইজ ৪ রান করে অপরাজিত থাকেন।
এমপি/এসজি