দুই ভাগে ইংল্যান্ড গেল বাংলাদেশ দল
আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে ৩ ম্যাচের সিরিজ খেলতে দুই ভাগে ইংল্যান্ড গেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম বহর গেছে রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে। পরের বহর সোমবার (১ মে) সকাল ১০টা ১৫ মিনিটে।
প্রথম বহরে গেছেন মাত্র ৫ জন ক্রিকেটার। তারা হলেন- ইয়াসীর আলী চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও মৃত্যুঞ্জয় চৌধুরী। রাব্বি আসেন নিজের ব্যক্তিগত লাল গাড়িতে করে। বাকি তিন ক্রিকেটার আসেন বিসিবির নিজস্ব পরিবহনে।
এই বহরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ, স্পিন বোলিং কোজ রঙ্গণা হেরাথসহ কোচিং স্টাফের আরও দুই সদস্য ছিলেন। এ ছাড়াও ছিলেন দলের ম্যানেজার নাফিস ইকবাল ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। বাকিরা গেছেন দ্বিতীয় বহরে। তবে কোনো বহরেই ছিলেন না সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।
সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র আছেন। মোস্তাফিজ আছেন আইপিএল খেলতে। তারা নিজ নিজ অবস্থান থেকে দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন। লিটন নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে এলেও তিনি যাননি দলের সঙ্গে। তিনি যাবেন ২/১ দিন পরে।
প্রথম বহরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়াসির আলী রাব্বি। তিনি বলেন. কোচ সব সময় একটা কথা বলেন যে সিচুয়েশন দেখে নয়, কন্ডিশন দেখে খেল। তো আমাদের মাথায় ওই বিষয়টাই কাজ করে। ৮ দিন আগে যাচ্ছি। অনুশীলন করার ভালো সুযোগ থাকবে। ভালো একট কনফিডেন্স নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা যাক কী হয়’। প্রতিপক্ষ আয়ারল্যান্ড নিয়ে তিনি বলেন, ‘ওদের চেয়ে আমরা ভালো দল। কিন্তু ওদের ওখানে ওরা এগিয়ে থাকবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ’।
দ্বিতীয় বহরে কথা বলেন মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো হয়েছে ওডিআই সিরিজ আয়ারল্যান্ডের সাথে। যেহেতু আমরা অনেক দিন পর ইংল্যান্ড যাচ্ছি, প্রথম টার্গেট থাকবে তাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। আলহামদুল্লিাহ আমরা সবাই খুব ভালো শেফে আছি। সিলেটে খুব ভালো অনুশীলন হয়েছে। সবাই খুব ভালো ক্রিকেট খেলছে। এটি একটি ভালো পজেটিভ সাইড।
বাংলাদেশের সিরিজ শুরু হবে আগামী ৯ মে। পরের দুটি ম্যাচ ১২ ও ১৪ মে। তার আগে ৫ মে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হলেও খেলা হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শেষ হবে আইসিসি ওয়ানডে সুপার লিগ। বাংলাদেশ ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২১ ম্যাচে ১৩০ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে আছে। আয়ারল্যান্ড এখনো যোগ্যতা অর্জন করতে পারেনি। যদি তারা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে সরাসরি খেলার সুযোগ পাবে। তাদের পয়েন্ট ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট। যদি না জিততে পারে তাহলে দক্ষিণ আফ্রিকা (২১ ম্যাচে ৯৮ পয়েন্ট) সুযোগ পাবে। আয়ারল্যান্ডকে তখন কোয়ালিফায়ার খেলে যোগ্যতা অর্জন করতে হবে
এমপি/আরএ/