শিরোপা লড়াইয়ের সুপার লিগের প্রথম দিন মুখোমুখি আবাহনী-মোহামেডান
একটা সময় ছিল আবাহনী ও মোহামেডানের দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা। ফুটবলের উত্তেজনাতো সারা দেশ ছড়িয়ে পড়ত। দাঙ্গা-হাঙ্গা আর প্রাণ নাশের ঘটনাও ছিল। ক্রিকেট-হকিতে সে রকম না হলেও উত্তেজনার কমতি ছিল না। কিন্তু এ সবই এখন অতীত। জৌলুশ হারিয়েছে দুই দলের লড়াইয়ে।
শুধু জৌলুশই নয়, দুই দল যেখানে আগে শিরোপার জোর দাবিদার, ক্রিকেট ব্যতীত তৃতীয় দলের আগমন ঘটত মাঝে মাঝে, এখন সেখানে শিরোপার জোর দাবি আর দুই দলের মাঝে সীমাবদ্ধ নেই অনেক দলের আগমন ঘটেছে। আর কালের বিবর্তনে আবাহনী শিরোপা লড়াইয়ে থাকলেও মোহামেডান বিলীন হয়ে গেছে।
তা ফুটবল-হকি-ক্রিকেট সব ক্ষেত্রেই। তাইতো আগামীকাল সোমবার (১ মে) প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা লড়েইয়ে সুপার লিগ শুরুর প্রথম দিনই মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী। কিন্তু সেখানে শিরোপা লড়াইয়ে আবাহনী থাকলেও নেই মোহামেডান। শিরোপা লড়াইয়ে মোহামেডান নেই বলেই সুপার লিগের প্রথম দিনই দুই দল মুখোমুখি! খেলা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
সুপার লিগের প্রথম দিনই দুই দল মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলে অবস্থানের ভিত্তিতে। আবাহনী সুপার লিগ শুরু করছে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে। মোহামেডান ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। মোহামেডান যদি পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকত, তাহলে এভাবে শুরুতেই মুখোমুখি হওয়ার সুযোগ থাকত না।
দুই দলের লড়াই নিয়ে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমি যখন ঢাকা লিগ শুরু করেছি, ওই সময় থেকেই আবাহনী-মোহামেডানের একটা হাই ভোল্টেজ ম্যাচ সবসময় আমরা দেখে থাকি। আমি নিজেও অনেকবার ফেস করছি। আশা করছি সুপার লিগ থেকে ওই ফিলটা পাব আর কী।
মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, ‘যারা খেলে তারাতো ফিল করে আবাহনী-মোহামেডান ম্যাচে ভিন্ন আবহ থাকে। গত কয়েক বছর মোহামেডান হয়তো ভালো করছে না আবাহনীর সঙ্গে তবে এবার আমরা চেষ্টা করব। এখনো একটা ম্যাচ আছে।
মোহামেডান পাঁচে থেকে সুপার লিগ উঠে আসলেও তাদের শুরুটা কিন্তু বেশ কঠিন ছিল। প্রথম ম্যাচে তারা কোনো জয়ই পায়নি। ষষ্ঠ ম্যাচে এসে তারা প্রথম জয় পায়। এরপর আর কোনো ম্যাচ তারা হারেনি। মূলত সাকিব এসে মোহামেডানের হয়ে প্রথম মাঠে নামার পরই মোহামেডান প্রথম জয় পেয়েছিল।
সুপার লিগের প্রথম দিন বাকি ৪ দলও মাঠে নামবে। আবাহনীর মতই ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সুপার লিগের ষষ্ঠ দল ১১ পয়েন্ট নিয়ে উঠে আসা গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে । আবাহনীর বিপক্ষে শেখ জামাল জয়ী হওয়াতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ (পয়েন্ট ১৬ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (পয়েন্ট ১৪)।
একইদিন শুরু হবে রেলিগেশন লিগ। বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে গতবার প্রথম বিভাগ থেকে উঠে আসা অগ্রণী ব্যাংক ও ঢাকা রিওপার্ডস। জিতলেই অগ্রণী ব্যাংক টিকে যাবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের ম্যাচ খেলতে ইংল্যান্ড যাওয়ার কারণে সুপার লিগে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। জাতীয় দলের খেলোয়াড়রা হলেন-তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষে একমাত্র মৃত্যুঞ্জয় চৌধুরী ছাড়া বাকিরা খেলেছিলেন। মৃত্যুঞ্জয় এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন।
সুপার লিগে ৬ দল থাকলেও শিরোপা লড়াইয়ে মূলত সীমাবদ্ধ থাকবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী। দুই দলের পয়েন্টই ২০ করে। ১৬ পয়েন্ট নিয়ে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জেও কিছুটা পিছিয়ে থেকে আছে এই লড়াইয়ে বাকি ৩ দলের জন্য শুধুই নিয়ম রক্ষার ম্যাচ।
এমপি/এমএমএ/