চারদিনের ম্যাচে বাংলাদেশের যুবাদের ব্যাটিং বিপর্যয়
চারদিনের ম্যাচে ১৪৯ রান খুবই নগণ্য সংগ্রহ। কিন্তু ২১ রানে ইনিংসের অর্ধেক (৫টি) উইকেট চলে গেলে, সেই বিবেচনায় অনেক স্বাস্থ্যবানই মনে হবে! এরকম দৃশ্যপট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে। চট্টগ্রামে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দিন শেষে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৭৬।
দুই দলের ইনিংসের চিত্রই জানান দিচ্ছে সফরকারী দলের ব্যাটসম্যানরা যেখানে সাবলীলভাবে রান সংগ্রহ করেছেন, সেখানে স্বাগতিক দলের ব্যাটসম্যানরা ছটফট করেছেন। এই ছটফটের মাঝেও বুক চিতিয়ে খেলেছেন পারভেজ রহমান জীবন ও অধিনায়ক শাহরিয়ার সাকিব। জীবন ৫৬ ও সাকিব ৪৮ রান করে আউট হন।
এই দুই ব্যাটসম্যান জুটি বেঁধেছিলেন টস হেরে ব্যাট করতে নেমে ২১ রানে ৫ উইকেট হারানোর পর। আউট হওয়া ৫ ব্যাটসম্যানের ৩ জনই কোনো রান করতে পারেননি। ষষ্ঠ উইকেট জুটিতে দুইজনে ৮১ রান যোগ করে দলের বিপর্যয় সামলে ভালো স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এই জুটি ভেঙে যাওয়ার পর আবার বিপর্যয় শুরু হয়। যে বিপর্যয় আর সামাল দেওয়া আর কারও পক্ষে সম্ভব হয়নি।
জুটি ভেঙেছিল সাকিব ৪৮ রান করে আমিরের বলে আরাফাতের হাতে ধরা পড়ার পর। জীবন ১৮৪ মিনিট ক্রিজে থেকে ১১১ বল খেলে ৮ চারে ৫৬ রান করে আউট হন রিয়াজের বলে ইসমাইলের হাতে ধরা পড়ে। এই দুইজন ছাড়া ১৮ রান করে অপরাজিত থাকেন ওয়াসি সিদ্দিকী। পাকিস্তানের হয়ে আমির হোসেন ২৯ রানে নেন ৪ উইকেট। মোহাম্মদ ইসমাইল ৩ উইকেট নিতে খরচ করেন ৪১ রান। এ ছাড়া আলী আসফান্ড ৩৭ রানে নেন ২ উইকেট।
ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইজ ও অধিনায়ক শাহজিব খান ২৬ ওভার খেলে দিনের বাকি সময় পার করে দেন। আজান ৩৬ ও শাহজিব ৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনে আবার ব্যাট করতে নামবেন।
এমপি/এসজি