রাতে ও সকালে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল
ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলতে দুই ভাগে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম বহর যাবে আজ (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টা ৪০ মিনিটি। দ্বিতীয় বহর যাবে আগামীকাল (১ মে) সকাল ১০টা ১৫ মিনিটে।
বাংলাদেশ দল দুই ভাগে ইংল্যান্ড গেলেও এই দুই বহরেই নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব যুক্তরাষ্ট্র থেকে এবং মোস্তাফিজ আইপিএল থেকে দলের সঙ্গে যোগ দেবেন। এই বহর আরও লম্বা হতে পারত। কিন্তু লিটন দাস পারিবারিক কারণে আগেই দেশে ফিরে আসেন। তিনি যাবেন দ্বিতীয় বহরের সঙ্গে।
বাংলাদেশের সিরিজ শুরু হবে আগামী ৯ মে। পরের দুটি ম্যাচ ১২ ও ১৪ মে। তার আগে ৫ মে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হলেও খেলা হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শেষ হবে আইসিসি ওয়ানডে সুপার লিগ। বাংলাদেশ ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২১ ম্যাচে ১৩০ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে আছে। ২৪ ম্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে নিউ জিল্যান্ড। স্বাগতিক ভারতসহ ইতোমধ্যে ১০ দলের ৭ দল ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। অপর ৪ দল হলো- ইংল্যান্ড (২৪ ম্যাচে ১৫৫ পয়েন্ট ), পাকিস্তান (২১ ম্যাচে ১৩০ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১৮ ম্যাচে ১২০ পয়েন্ট) ও আফগানিস্তান (১৫ ম্যাচে ১১৫ পয়েন্ট)। বাকি ১টি স্থানের জন্য লড়াই হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মাঝে।
আয়ারল্যান্ড যদি বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে তারা সরাসরি খেলার সুযোগ পাবে। তাদের পয়েন্ট ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট। যদি না জিততে পারে তাহলে দক্ষিণ আফ্রিকা (২১ ম্যাচে ৯৮ পয়েন্ট) সুযোগ পাবে। আয়ারল্যান্ডকে তখন কোয়ালিফায়ার খেলে যোগ্যতা অর্জন করতে হবে।
এমপি/এসজি