রুমাদের জন্য জয়টা অত্যাবশ্যকীয়
ঘরের মাঠে ফুটবল থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিলেও ব্যতিক্রম কিন্তু মেয়েদের ফুটবল। মেয়েদের ফুটবলে ধারাবাহিক সাফল্য মাঠে দর্শক খরায় ভুগতে হয় না। আবার দেশে যে পরিমাণ দর্শক হয়ে থাকেন বিদেশ গেলে তার সংখ্যা বহুগুণ বেড়ে যায়। প্রিয় মাতৃভূমির খেলা দেখতে প্রবাসীরা কাজ-কাম বন্ধ রেখে ছুটে যান স্টেডিয়ামে। লাল-সবুজের ধ্বনি তুলেন গগনবিদারী আওয়াজে। সেটা অবশ্য ছেলে-মেয়ে সবার ক্ষেত্রেই। ছেলেরা হতাশ করলেও মেয়েরা কিন্তু সেই উৎসবে ঢেউ লাগিয়ে দেন সাফল্য এনে দিয়ে।
এবার যেমন সিঙ্গাপুরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ কোয়ালিফায়ার রাউন্ড-১ খেলতে গিয়ে হয়েছে। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি মাঠে উপস্থিত হয়ে দলকে উৎসাহ যুগিয়েছেন। সেই ম্যাচে বাংলাদেশের মেয়েরা চমৎকার খেলে ৬-০ গোলে ম্যাচ জেতার পর তাদের খেলা নিয়ে প্রবাসীদের মাঝে আগ্রহের মাত্রা বেড়ে যায়। তাইতো আজ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খেলার টিকিট সব শেষ হয়ে গেছে বলে বাফুফের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা কিনে নিয়েছেন সব টিকিট। একে তো বাংলাদেশের খেলা। সেখানে আবার প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। ম্যাচটি আবার দুই দলের জন্যই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। সব মিলিয়ে ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ আর টিকিটের চাহিদা।
দুই দলই নিজ নিজ প্রথম ম্যাচে জিতেছে। কিন্তু জিতলেও দুই দলই কিন্তু এক বিন্দুতে দঁড়িয়ে নয়। কারণ প্রতিপক্ষ তুর্কমেনিস্তানকে বাংলাদেশ হারিয়েছিল ৬-০ গোলে, সেখানে স্বাগতিকরা হারিয়েছে এক গোল বেশি দিয়ে ৭-০ গোলে। এই এক গোলই স্বাগতিকদের আজকের ম্যাচে এগিয়ে রেখেছে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে আজ জিততেই হবে, সেখানে স্বাগতিকদের ড্র-ই যথেষ্ট।
‘জয়’ মূল ‘ক্রিয়া’ হয়ে উঠলেও সেই জয়কেই মুঠোবন্দি করতে চায় বাংলাদেশ দল। যেতে চায় পরবর্তী রাউন্ডে। জয়ে পেতে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় বাংলাদেশ দল, যেমনটি তারা খেলেছিল তুর্কমেনিস্তানের বিপক্ষে।
অধিনায়ক রুমা বলেন, ‘সিঙ্গাপুর ভালো দল। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব এবং মাঠ থেকে জয় নিয়ে ফিরব।’ কোচ গোলাম রব্বারি ছোটন বলেন, ‘ আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। এখানে বিষয়টি পরিষ্কার যে আমরা জয়ের জন্য মাঠে নামব।
ইনশাল্লাহ আমার জয় নিয়েই মাঠ ছাড়ব।’ ২৭ এপ্রিল তুর্কমেনিস্তনের বিপক্ষে সিঙ্গাপুরের খেলা মাঠে বসে দেখেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ সিঙ্গাপুরকে নিয়ে কোচ বলেন, ‘আমরা পুরো দল নিয়ে সিঙ্গাপুরের পুরো খেলা দেখেছি। সিঙ্গাপুর ভালো দল। ওদের কয়েকজন খেলোয়াড় আছে টেকনিক্যালি ভালো।‘
এমপি/এসএন