শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের সম্ভাবনা নেই: মাহবুব আনাম
বিসিবির নিজস্ব অর্থায়নে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হতে যাচ্ছে। ইদানিং বিশ্বের বড় বড় স্টেডিয়াম নির্মাণে পৃষ্ঠপোষকরা এগিয়ে আসে। স্টেডিয়ামের নামকরণও হয়ে থাকে সেই সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে। যেমন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ক্লাবের ইত্তেহাদ স্টেডিয়াম, আর্সেনালেল ইমেরিটাস স্টেডিয়াম।
কিন্তু শেখ হাসিনা আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান এগিয়ে আসলে সেখানে নাম পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জানান বিসিবির পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
শনিবার (২৯ এপ্রিল) পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী নামে আমরা এই স্টেডিয়াম উৎসর্গ করেছি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামি হিসেবে। উনার যে সহযোগিতা এবং অনুদান এই স্টেডিয়ামের জন্য করেছেন, আমরা সেটিকে স্মরণীয় করে রাখতে চাই। সুতরাং স্টেডিয়ামের নামকরণের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। হয়তো ভেতরের বাণিজ্যিক যদি কিছু থাকে, সেগুলোতো অবশ্যই হবে, যেটিকে আমরা বিপণন বলে থাকি। নামকরণ একই থাকবে।’
বিসিবির পক্ষ থেকে পরিচালকদের বিশাল এক বহর আজ গিয়েছিলেন শেখ হাসিনা আর্ন্তজাতিক স্টেডিয়াম পরিদর্শনে। মাহবুব আনাম ছাড়াও এই বহরে পরিচালকদের মাঝে ছিলেন আকরাম খান, জালাল ইউনুস, ডা. ইসমাইল হায়দার মল্লিক, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
গ্রাউন্ডসের কাজ আগামী (মে) মাসে শুরু হতে যাচ্ছে। মে মাসের মাঝামাঝি পর্যায়ে পিচ বিষেষজ্ঞ আসবেন ঢাকায়। মাহবুব আনাম বলেন, ‘আমরা শিগগির গ্রাউন্ড লেবেলিং ও উইকেট প্রস্তুতির কাজে এগোব। আগামী মাসের মাঝামাঝি উইকেট কনসালটেন্ট আসবেন। আমরা এখন নিউজিল্যান্ডের সঙ্গে কথা বলেছি। আমরা মিরপুর স্টেডিয়ামের সময় পার্থের ( অস্ট্রেলিয়া) কিউরেটরকে এনেছিলাম। এবার আমরা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে কথা বলছি। আমাদেরকে উইকেট প্রিপারেশনে সহযোগিতা করবেন।’
শেখ হাসিনা আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স। এখানে ক্রিকেট খেলা পাশাপাশি থাকবে আরও অনেক কিছু।
মাহবুব আনাম বলেন, ‘এখানে শুধু মাঠ নয়, আমাদের একটি অ্যাকাডেমি ভবন হচ্ছে। বিসিবির একটি নিজস্ব ভবন হচ্ছে। হোটেলের জায়গা ড্রয়িং করা অবস্থায় থাকবে। ওটা আমরা পরে পর্যায়ক্রমে কনস্ট্রাকশনে যাব। এ ছাড়া, একটা ক্রিকেটার্স ক্লাব হবে। একটি অ্যাডিশনাল মাঠ থাকবে।’
শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পক্ষ থেকে এনএসসির অনুরোধে পাঁচটি ফেডারেশনকে স্থাপনাও দেওয়া হবে বলে জানান মাহবুব আনাম।
তিনি বলেন, ‘আমরা পাঁচটি ফেডারেশনকে এখানে স্থাপনা দিচ্ছি। এনএসসি আমাদের অনুরোধ করেছে যে তাদেরকে সংকুলনা করা যায় কি না। উনারা একটা লিস্ট দিয়েছেন। সেখান থেকে পাঁচটি ফেডারশনকে আমরা স্থাপনা দেব। আমার রিঅ্যালোকেট করেছি। আমাদরে ড্রয়িংয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তাদের ঢোকার এবং বের হওয়ার রাস্তা আমরা আলাদা করে দিচ্ছি, যাতে আমাদের কারও কোনো কাজে বিঘ্ন না হয়।’
জানা গেছে এনএসসি ১৫টি ফেডারেশনের নামের তালিকা দিয়েছে বিসিবিকে। সেখান থেকে এনএসসি যে পাঁচটি ফেডারেশনকে দিতে বলবে বিসিবি তাদেরকে জায়গা দেবে।
এমপি/এমএমএ/