‘আগ্রাসী মানেই বল স্টেডিয়ামের বাইরে পাঠানো নয়’
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিন ফরম্যাটেই রীতিমতো উড়ছে বাংলাদেশ দল। ইংল্যান্ডে ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে জয় পেয়েছে ১০টিতে। হেরেছে ৩টিতে।
এভাবে জয়ের স্রোতধারা তৈরি করতে গিয়ে বাংলাদেশ দল ব্যাটিং-বোলিংয়ে ব্যাপক উন্নতি করেছে। বিশেষ করে ব্যাটিংয়ে। যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল ধুঁকত, সেখানে তারা আইরিশদের বিপক্ষে পরপর দুই ম্যাচে তিনশ ছুঁইছুঁই রান করেছে।
বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং ছিল প্রশংসনীয়। এটি ছিল দলের জন্য খুব বেশি ইতিবাচক দিক। কিন্তু আগ্রাসী মানেই যে বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে এটা আমার সমর্থন করেন না কোচ হাথুরুসিংহে।
শনিবার (২৯ এপ্রিল) সিলেটে সংবাদ সম্মেলনে তিনি আগ্রাসী ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমাদের মানসিকতা থাকতে হবে সব সময় আগ্রসী ক্রিকেট খেলার। কিন্তু আগ্রাসী ক্রিকেট মানেই এই নয় যে বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। আগ্রাসী ক্রিকেটের মানে হলো সব সবয় ইতিবাচক মানসিকতা থাকতে হবে। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী হতে হবে। সেটা হতে পারে দল বাছাই কিংবা ফিল্ডিং প্লেসিং অথবা বোলিং কী রকম করা হবে। আমিএই স্বাধীনতা দিতে চাই,যাতে তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’
হাথুরুসিংহে ব্যাটসম্যানদের ব্যাটিং করার সময় স্বচ্ছ ধারণা থাকার বিষয়টিও উল্লেখ করেন।
তিনি বলেন, ‘ওপেনারদের প্রথম ১০ ওভার ব্যাট করতে হবে। কীভাবে শুরু করতে হবে এবং ফিল্ডিং রেস্ট্রিকশনের সর্বোচ্চ ব্যবহার কীভাবে করতে হবে সেটাও ভাবতে হবে। মাঝে ব্যাট করলে পরিস্থিতি অন্যরকম থাকবে। কখনো চারজন বা পাঁচজন আউট হওয়ার পর আসতে হবে। তাই শুরু করতে হবে কীভাবে, তা নিয়ে অনুশীলন করা গুরুত্বপূর্ণ। যদি অনুশীলন এভাবে না করা হয়, তাহলে উইকেটে গিয়ে থমকে যেতে হবে। এটা আমরা চাই না। আমরা চাই কোন পরিস্থিতিতে কেমন খেলতে হবে সে বিষয়ে সবার মাথায় স্বচ্ছ ধারণা থাকতে হবে।’
এবারের দলে একমাত্র নতুন মুখ মৃত্যুঞ্জয় বাঁহাতি পেসার মৃতুঞ্জয় চৌধুরী। দলে চার পেসারের একজন তিনি। তাকে এই সফরে বাজিয়ে দেখতে চান হাথুরুসিংহে। তাকে নিয়ে তিনি বলেন, ‘আমাদের দলে যদি একজন পেস বোলিং অলরাউন্ডার থাকে, আমি না করব না। সে কী করতে পারে, তার সামর্থ্য কেমন, তা এখানে দেখাতে এসেছে। আমি শুনেছি সে ভালো বোলার। ম্যাচের তিন পর্যায়েই সে ভালো বোলিং করতে পারে বলে শুনেছি। সে এখানে ব্যাটিংয়ে উন্নতি করবে। আমাদের দৃষ্টি আছে তার উপর।’
এমপি/এমএমএ/