মিউজিক্যাল চেয়ারে নাসুম-তাইজুল
ওয়ানডে বিশ্বকাপের দল অভিজ্ঞ মাহমুদউল্রাহ রিয়াদ দলে থাকবেন কী, থাকবেন না এ রকম প্রশ্নের যখন কোনো সরাসরি জবাব দিতে পারেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে কিংবা নির্বাচক কমিটি, তাইজুল ইসলাম ও নাসুম আহমেদকে নিয়ে তখন সেখানে তারা পড়েছেন মধুর সমস্যায়। কাকে রেখে, কাকে বাদ দেবেন।
দুই জনকেই মিউজিক্যাল চেয়ারে বসিয়ে দিয়েছেন। কিন্তু সেখানে কেউই হারতে রাজি নন। যে সুযোগ পাচ্ছেন, লুফে নিচ্ছেন, কাজে লাগাচ্ছেন। শেষ পর্যন্ত দুই জন থেকে একজনকে বেছে নিতে হবে। সেই কাজটি যে তাদের জন্য কঠিন হবে তা বলা বাহুল্য। তবে দল চূড়ান্ত করার আগ পর্যন্ত দুই জনকে নিয়ে চলবে মিউজিক্যাল চেয়ার খেলা। দেখার বিষয় শেষ পর্যন্ত কে টেকেন?
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল তাইজুলকে। তিন ম্যাচেই তিনি ছিলেন কার্যকরি। প্রতি ম্যাচেই পেয়েছেন উইকেট। সিরিজে তার উইকেট প্রাপ্তির সংখ্যা ছিল ৬টি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে আবার তাইজুলকে বসিয়ে রেখে নাসুমকে সুযোগ দেওয়া হয়। প্রথম ম্যাচেই নাসুম তুলে নেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ভেসে যাওয়াতে আর তিনি বোলিং করার সুযোগ পাননি। তৃতীয় ম্যচে গিয়ে অবশ্য তিনি কোনো উইকেট নিতে পারেননি। কারণ পেসারদের দাপটে আইরিশরা মাত্র ১০১ রানে অলআউট হয়ে গিয়েছিল। হাসান মাহমুদ (৫/৩২), তাসকিন আহমেদ (৩/২৬) ও এবাদত হোসেন (২/২৯) উইকেট ১০টি ভাগাভাগি করে নিয়েছিলেন।
বাংলাদেশ দল আবার খেলবে আইরিশদের বিপক্ষে। তবে ঘরের মাঠ নয়, ইংল্যান্ডে। এবার সুযোগ দেওয়া হয়েছে আবার তাইজুলকে। নাসুম আছেন বিশ্রামে। এভাবে পরখ করে নেওয়ার ব্যাখ্যা আজ সিলেটে গণমাধ্যমকর্মীদের দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগ পর্যন্ত এমনটি চলতে থাকবে। আমরা সবাইকে অনেক অভিজ্ঞ করে তুলতে চাই। এ ছাড়া আমরা আলোচনা করেছি যে স্কোয়াড অনেক বড় করতে চাই।’
কিন্তু বারবার এভাবে আসা-যাওয়া করলে মনের উপর বিরূপ প্রভাবও পড়তে পারে- হাথুরুসিংহের দিকে ছুটে গিয়েছিল এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে সাফ জানিয়ে দেন ‘প্রভাব পড়বে না।’ তিনি বলেন, ‘কোনোরকম প্রভাব পড়বে না। কারণ তাদের সঙ্গে অনেক কথা হয়েছে। ব্যাখ্যা করা হয়েছে কেন তারা আছে, কেন নেই। যদি এটি তাদের প্রভাব পড়ে, তাহলে সেটি তাদের পারফরম্যান্সের উপরও এফেক্ট করবে। আমি এ রকম খেলোয়াড় দলে চাই না।’
এমপি/আরএ/