বিশ্বকাপের আগে মাহমুদউল্লাহকে সুযোগ দেবেন হাথুরুসিংহে
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। অক্টোবরে ভারতে বসবে আইসিসির এই মেঘা ইভেন্ট। সেই আসরকে সামনে রেখে দল গড়ার জন্য মাঠে নেমে পড়েছেন নির্বাচকরা।
এখানে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলে কে সুযোগ পাবেন,আর কে পাবেন না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব বাংলাদেশের অনেক বড় জয়ে গুরুত্বপূর্ন অবদান রাখা অভিজ্ঞ মাহমুদউল্লাহ দলে সুযোগ পাবেন কি না।
সুযোগ পেলেই এই প্রশ্ন ছুটে যাচ্ছে চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে নির্বাচক কমিটির সদস্য কিংবা বিসিবির অন্য কোনো পরিচালকেদের দিকে।
শনিবার (২৯ এপ্রিল) ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সিলেটে সংবাদ সম্মেলনে হাথুরসিংহের দিকেও ছুটে গিয়েছিল এই একই প্রশ্ন।
জবাবে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের দল চুড়ান্ত করার আগে মাহমুদউল্লাহকে সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমি আগে যেটা বলেছি, এখনো তেমনটাই আছে। তারা সবাই লিস্টে আছে। বিশ্বকাপের আগে সবাই খেলার সুযোগ পাবে। ওই মানসিকতা আমরা এখনো বদলাইনি।’
মাহমুদউল্লাহর রিয়াদের বর্তমান বয়স ৩৭ চলছে। চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজি মাহমুদউল্লাহ সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতে মোটামুটি রান করলেও ফিল্ডিং ভালো ছিল না। যে কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে আর দলে রাখা হয়নি।
নির্বাচকদের পক্ষ থেকে বলা হয়েছিল মাহমুদউল্লাহকে ‘বিশ্রাম’এ রাখা হয়েছে। সেই বিশ্রাম তার শেষ হয়নি ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে ঘরের মাঠ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ।
এ ছাড়া, খেলবে এশিয়া কাপও। হাথুরুসিংহের কথা ধরলে এই দুইটি আসরের যেকোনো একটিতে কিংবা দুইটিতেই দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে!
এমপি/এমএমএ/