বিশ্বকাপের জন্য নির্বাচকদের নজরদারিতে ২৪ ক্রিকেটার!
এ বছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। সময় ক্রমেই ঘনিয়ে আসছে। তিন ফরম্যাটের ক্রিকেটের মাঝে শুধুমাত্র এই একটি মাত্র ফরম্যাটেই বাংলাদেশ সত্যিকারের বাঘের মতো লড়াই করে। ফলে এই আসরকে সামনে রেখে বাংলাদেশ দল খুব বেশি সিরিয়াস।
অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের আসরে তারা ভালো করতে বদ্ধপরিকর। এজন্য নির্বাচকরা নিভৃতে কাজ করে যাচ্ছেন। যাতে আসর চলাকালীন সেরা খেলোয়াড়দের অভাবে পড়তে না হয়।
মানসম্পন্ন পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় যাতে ডেরায় থাকে, সেজন্য তারা ২৪ জন ক্রিকেটারকে নিয়ে একটি পুল করেছেন। এখান থেকেই পরীক্ষা-নিরীক্ষা করার জন্য জাতীয় দলে খেলোয়াড় সাপ্লাই দেওয়া হচ্ছে। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পাওয়া নতুন মুখ মৃত্যুঞ্জয় চৌধুরীর সুযোগ পাওয়া তারই অংশ।
শনিবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
চব্বিশ জনের পুল নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘২৪ জন প্লেয়ার আমাদের পুল করা আছে। পার্টিকুলার কিছু না। যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’
আগের দিন বিসিবির পরিচালক ও গেম ডেভালমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, তিনি বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহকে দেখছেন না। অথচ আজ মিনহাজুল আবেদীন নান্নুর কথায় ছিল তার উল্টোটা। প্রধান নির্বাচক মাহমুদউল্লাহর নাম উচ্চারণে না করে জানান নজরে আছেন।
মোহাম্মদ নাঈম শেখ জাতীয় দলের হয়ে শেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার প্রিমিয়ার লিগে
প্রথম পর্বের ১১ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে এখন পর্যন্ত ৭১৯ রান। তিনিই সর্বোচ্চ রান সংগ্রহকারি।তার বিষয়ে মিনহাজুলে আবেদীন নান্নু বলেন, ‘নাঈম শেখ আমাদের এইচপি টিমে ছিল। ‘এ’ টিমের সামনে সিরিজ আছে, সেখানেও দেখব। আমাদের পুলের যে ২৪ জন খেলোয়াড় আছে সেটার মধ্যে অবশ্যই সে থাকবে।’
তিনি বলেন,‘ ডিপিএলে অনেকগুলো খেলোয়াড় ভালো পারফর্ম করছে। এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে।
আফিফ হোসেনকে নিয়ে তিনি বলেন, ‘পুলভূক্ত যে ২৪ জন খেলোয়াড় প্রস্তুতি করে রেখেছি, তাদেরকে ভালোভাবে মনিটরিং করা হচ্ছে। কেউ চোখের আড়াল হচ্ছে না। যাকে যখন প্রয়োজন মনে হবে, তাকে দলে নেওয়া হবে।’
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে। এশিয়া কাপ আছে। তার আগে আফগানিস্তান বিপক্ষে সিরিজ আছে।
সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে। প্রত্যেকটা সিরিজ নিয়ে চিন্তা-ভাবনা করছি। এখন এত বেশি খেলা যে প্লেয়ারদের ফিটনেসের ব্যাপারটা নিয়েও আমরা কনসার্ন। সেভাবেই আমরা এগোচ্ছি। আশা করছি সিরিজ বাই সিরিজ রেডি করে এশিয়া কাপের মধ্যেই আমরা বিশ্বকাপের জন্য একটা দল রেডি করে ফেলতে পারব।
এমপি/এমএমএ/