দুই সেঞ্চুরিতে রানপাহাড়ে আইরিশরা
দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নিলেন পল স্টার্লিং। এরপর তিন অঙ্কের রানে পৌঁছান কার্টিস ক্যাম্ফার। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুজনের অবিশ্বস্য ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে রানপাহাড়ে চেপে বসেছে সফরকারী আয়ারল্যান্ড দল।
মঙ্গলবার (২৫ এপ্রলি) দ্বিতীয় দিনে ৪৯২ রানে থামে আইরিশদের প্রথম ইনিংস। বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ছিল বিনা উইকেটে ৮১ রান।
৪ উইকেটে ৩১৯ রানে প্রথম দিন শেষ করে আয়ারল্যান্ড। ক্যাম্ফারকে সঙ্গে নিয়ে মঙ্গলবারের খেলা শুরু করেন লরকান টাকার। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ২২ রান দূরে ছিলেন তিনি। কিন্তু দিনের প্রথম ওভারেই আউট হন টাকার। তাকে বোল্ড করেন বিশ্ব ফার্নান্দো। ১০৬ বলে ১০ চারে ৮০ রানে থামেন টাকার।
এরপর ব্যাটিংয়ে নামেন স্টার্লিং। প্রথম দিনে ব্যক্তিগত ৭৪ রানে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার, যিনি দ্রুত সময়ে পৌঁছে যান তিন অঙ্কের রানে। কেভিন ও ব্রাইন এবং টাকারের পর তৃতীয় আইরিশ ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি দেখা পান স্টার্লিং।
দুই সতীর্থের পাশে নাম লেখানোর পর খুব বেশি সময় উইকেটে টিকতে পারেননি স্টার্লিং। দিনের প্রথম সেশনে পথ হারান তিনি। তাকে শিকার বানান আসিথা ফার্নান্দো। ১৮১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন স্টার্লিং।
সপ্তম উইকেট জুটিতে অ্যান্ডি ম্যাকব্রায়েনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তুলেন ক্যাম্ফার, যিনি চতুর্থ আইরিশ ক্রিকেটার হিসেবে পেয়েছেন টেস্ট সেঞ্চুরি। ৩১১ মিনিট ব্যাটিং করেছেন ক্যাম্ফার। খেলেছেন ২২৯ বল এবং দলের হয়ে করেছেন সর্বোচ্চ ১১১ রান।
সময়, বল এবং রান সবদিক থেকেই সতীর্থদের চেয়ে এগিয়ে ছিলেন আইরিশ অলরাউন্ডার। ক্যাম্ফারকে থামিয়েছেন প্রবাথ জয়াসুরিয়া। তিনি যখন আউট হন, তখন সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ৪৭৬ রান। শেষ দুই উইকেটে আইরিশদের খুব বেশি দূর এগোতে দেননি প্রবাথ। গ্রাহাম হিউম (৬) এবং ম্যাথু হামফ্রেইসকে (৭) শিকার বানিয়ে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেন লঙ্কান স্পিনার।
শ্রীলঙ্কার হয়ে বোলিংয়ে সফল বোলার ছিলেন প্রবাথ। ৫৮.৩ ওভার হাত ঘুরিয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। বিনিময়ে দিয়েছেন ১৭৪ রান। দলের হয়ে সবচেয়ে খরুচে বোলারও ছিলেন প্রবাথ। ২টি করে উইকেট পান দুই পেসার-বিশ্ব ও আসিথা। রমেশ মেন্ডিসের ঝুলিতে জমা পড়ে ১ উইকেট।
বোলারদের নির্বিষ বোলিংয়ের পর ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে দারুণ শুরু উপহার দেন নিশান মাদুশকা এবং দিমুথ করুনারত্নে। দুজনেই বেশ মারমুখী ছিলেন। দুই লঙ্কান ওপেনারকে থামায় বৃষ্টি। আকাশের কান্নার পর আলোক সল্পতার কারণে ৩০ মিনিট আগেই দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন দুই মাঠ আম্পায়ার। মাদুশকা ৪১ এবং করুনারত্নে ৩৯ রানে অপরাজিত আছেন।
এমএমএ/