প্রত্যাশার আগুনে পানি ঢেলে দিলেন লিটন
প্রত্যাশার আগুনে যেন পানি ঢেলে দিলেন লিটন দাস। বহু প্রতিক্ষিত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে তার অভিষেক হয় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। তার অভিষেকের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর বুকের ভেতর চেপে থাকা পাথর নেমে যায়। টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পাওয়ায় শুরুতেই লিটনের ব্যাটিং দেখার সুযোগ এগিয়ে আসে।
লিটনের অভিষেকে তার ওপেনিংয়ে সঙ্গী ছিলেন জেসন রয়। তিনিও চলতি মৌসুমে প্রথমবারের মতো খেলতে নামেন। প্রথম বল মোকাবিলা করেন জেসন রয়। কিন্তু তিনি রান পান তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে। সেখানে লিটন প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন। এতে করে তাকে নিয়ে প্রত্যাশার পারদ আরও বেড়ে যায়। কিন্তু সেখানেই মাটি চাপা পড়ে সেই প্রত্যাশার পারদের। কারণ এরপর তিনি আর কোনো রান নিতে পারেননি। পরে আরও ২ বল খেলে তৃতীয় বলে গিয়ে আউট হয়ে যান।
যে বলে লিটন আউট হয়েছিলেন, ইচ্ছে করলে তিনি সেই বল ছেড়েও দিতে পারতেন। মুকেশ কুমারের করা বুক বরাবর উঠে আসা বল খেলতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন তিনি।
লিটন যেভাবে আউট হয়েছেন, তা দেখে অনেকেই মনে করছেন অভিষেক ম্যাচে চাপ নিতে পারেননি লিটন। কিন্তু যে বাউন্ডারি মেরেছিলেন তা ছিল খুবই দৃষ্টিনন্দন। কিন্তু লিটন যে নিজে নিজে অনেক বেশি চাপ নিয়ে ফেলেছিলেন তা বোঝা যায় পরে কিপিং করার সময়ও। মাত্র ১২৭ রানের পুঁজি নিয়েও কলকাতা ৬ উইকেট তুলে নিয়েছিল দিল্লির। কিন্তু লিটন দাস মিস করেন সহজ দুটি স্টাম্পিং। এখানেও দেখা গেছে স্পষ্টত চাপে আছেন তিনি।
লিটনের এরকম বিবর্ণ শুরুটা তার পরবর্তী ম্যাচে আবার সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন লিটন আরেকটি সুযোগ পাবেন। আবার কেউ কেউ মতামত দিয়েছেন সুযোগ না পাওয়ার।
আইপিএলে একাদশে সুযোগ পাওয়া খুবই কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে লিটনের এমন শুরুটা ছিল খুবই হতাশাজনক। যেখানে তিনি নিজে ছিলেন দুর্দান্ত ফর্মে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে তার ব্যাটে ছিল রান। এমন রান স্রোতের মাঝেই তিনি খেলতে গিয়েছেন আইপিএল।
লিটন যদি পরবর্তীতে সুযোগ পান তাহলে খুবই ভালো। আর না পেলে ১ ম্যাচ খেলা বাংলাদেশি ক্রিকেটারদের নামের তালিকায় উঠে যাবে তার নাম। তার আগে বাংলাদেশ থেকে ৫ জন ক্রিকেটার আইপিএল খেলেছেন। সেখানে সাকিব ও মোস্তাফিজ ছাড়া বাকি ৩ জন মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা ও আব্দুর রাজ্জাক একটি করে ম্যাচ খেলে আইপিএল অধ্যায় শেষ করেছিলেন।
এখন দেখার বিষয় লিটনের ভাগ্যে কী আছে? কলকাতার পরবর্তী ম্যাচ আগামী ২৩ এপ্রিল নিজেদের মাঠে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
এমপি/এসজি