চারে শুরু চারেই শেষ লিটন দাস
অনেক প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের টাইগার লিটন দাসের কলকাতা নাইট রাইডার্সের হয়ে আজ (২০ এপ্রিল) অভিষেক হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। কিন্তু অভিষেকটা রাঙাতে পারেননি লিটন। মাত্র ৪ রান করেই তিনি আউট হয়ে যান মুকেশ কুমারের বলে ললিত যাদবের হাতে ধরা পড়ে।
লিটন যে এভাবে শুরুতেই আউট হয়ে যাবেন তা কিন্তু তার শুরু দেখে বোঝা যায়নি। শুরুটা ছিল রাজসিক। জেসন রয়কে নিয়ে কলকাতা নতুন উদ্বোধনী জুটি নিয়ে খেলতে নামে।
প্রথম বল মোকাবিলা করেন জেসন রয়। বোলার ছিলেন ইশান্ত শর্মা। প্রথম ২ বল ডট দেওয়ার পর তৃতীয় বলে জেসন রয় ১ রান নেন। ফলে স্ট্রাইক পান লিটন দাস। প্রথম বলকেই তিনি দৃষ্টিনন্দন চার মেরে কভার দিয়ে সীমানা পার করান। লিটনের ব্যাটের ঝলক দেখার জন্য আশাবাদী হয়ে উঠেন সবাই। সেই ওভারের পরের ২ বলে লিটন আবার কোনো রান নিতে পারেননি।
এরপর লিটন আবার স্ট্রাইক পান মুকেশ কুমারের করা পরের ওভারের শেষ বলে। প্রথম ৪ বলে জেসন রয় ২ বাউন্ডারি মারেন। পঞ্চম বল হয় ওয়াইড। পরে নেন ১ রান। এতে করে স্ট্রাইক পান লিটন। ওভারের শেষ বল হলেও মুকেশের প্রথম বল খেলেছিলেন লিটন। কিন্তু এবার আর তিনি সফল হতে পারেননি। বুক বরাবর উঠা শট বল না খেললেও পারতেন তিনি। সহজ ক্যাচ উঠে যায় কভারে। সেটাকে তালুবন্দী করতে কোনো সমস্যাই হয়নি ললিত যাদেবের। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়েন লিটন।
এই ম্যাচ লিটনের অভিষেক হলেও দিল্লির হয়ে সেরা একাদশে জায়গা হয়নি আরেক টাইগার মোস্তাফিজুর রহমানের।
এমপি/এসজি