আজ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হবে লিটন-মোস্তাফিজের
আইপিএলের ১৬তম সংস্করণে দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজুর রহমান। লিটন দাশ আছেন কলকাতা নাইট রাইডার্সে। আজ যখন দুইজন মুখোমুখি হওয়ার অপেক্ষায় তখন দেশের ক্রিকেট পাড়ায় প্রশ্ন একটাই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হবে লিটন ও মোস্তাফিজের?
বৃহস্পতিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে এখনো অভিষেক হয়নি লিটনের। কলকাতার ডাকে প্রথমবার আইপিএল খেলতে ভারতে টাইগার ওপেনার। সেখানে পৌঁছে যাওয়ার পর তার দল কয়েকবার মাঠে নামলেও একাদশে ঠাঁই হয়নি বিধ্বংসী লিটনের।
অপরদিকে, এরই মধ্যে দিল্লির সবশেষ দুই ম্যাচে ছিলেন মোস্তাফিজ। কিন্তু দেখাতে পারেননি কাটিং বোলিংয়ের চমক। প্রথম ম্যাচে এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন কাটার মাস্টার। তাই দিল্লির একাদশে মোস্তাফিজের টিকে থাকা নিয়ে জেগেছে শঙ্কা।
শুধু মোস্তাফিজ নয়, তার সতীর্থরাও পার করছে কঠিন সময়। ফলস্বরূপ দিল্লিই একমাত্র দল, যারা এখন পর্যন্ত চলতি টুর্নামেন্টে জয়ের খাতা খুলতে পারেনি। হেরেছে পাঁচ ম্যাচের প্রত্যেকটি। বিনা পয়েন্ট স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের তলানীতে তারা।
খুব বেশি ছন্দে নেই কলকাতাও। পাঁচ ম্যাচে দুটিতে জিতেছে লিটনদের দল। ৪ পয়েন্টে অবস্থান করছে টেবিলের সপ্তম স্থানে।
এসএন