চুরির শিকার মোস্তাফিজরা, খোয়া গেছে ব্যাট ও অন্যান্য সরঞ্জাম
আইপিএলে কঠিন সময় কাটছে দিল্লি ক্যাপিটালসের। হেরেছে পাঁচ ম্যাচের প্রতিটি। মাঠে নাকানিচুবানি খাওয়া মোস্তাফিজদের খারাপ অভিজ্ঞতা মাঠের বাইরে। চোরের কবলে পড়েছেন তারা। খোয়া গেছে ব্যাট ও অন্যান্য সরঞ্জাম।
দিল্লি সবশেষে ম্যাচ খেলেছে ব্যাঙ্গালুরুতে, ১৫ এপ্রিল। সেখান থেকে দিল্লি ফেরার পথে তাদের ব্যাগ থেকে চুরি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, ১৬টি ব্যাটসহ জুতা, প্যাড, থাই প্যাডস এবং গ্লাভস উধাও হয়ে গেছে। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৩টি, মিচেল মার্শের ২টি, ফিল সল্টে ৩টি এবং যশ ধুলের ৫টি ব্যাট চুরি হয়েছে।
আইপিএল চলাকালীন এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে সরঞ্জাম পরিবহনে সহায়তা করার জন্য একটি লজিস্টিক কোম্পানি নিয়োগ করেছে দিল্লি। তাদের মাধ্যমে ব্যাঙ্গালুরু থেকে দিল্লিতে ফিরে ক্রিকেটারদের মালপত্র। হোটেলে ফিরে ব্যাগ খুলতেই চুরির ঘটনাটি জানতে পারেন ওয়ার্নাররা।
ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা বলেছেন, ‘ক্রিকেটাররা সবাই যখন জানতে পারে যে প্রত্যেকের ব্যাগ থেকেই কিছু না কিছু হারিয়েছে, তখন তারা হতবাক হয়ে যায়। এমন ঘটনা এটাই প্রথম। বিষয়টি দ্রুতই অবগত করা হয়েছে লজিস্টিক বিভাগ, পুলিশ এবং বিমানবন্দরে। তদন্ত চলছে।’
এসজি