অস্ট্রেলিয়ার অ্যাশেজ ও বিশ্বকাপ ফাইনালের দলে ওয়ার্নার
সবশেষ ১৯ টেস্টে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি মাত্র একটি। ২০১৯ অ্যাশেজেও যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল তার। ১০ ইনিংসে গড় ছিল মোটে ৯.৫০, খেলেন সর্বোচ্চ ৬১ রানের ইনিংস। ক্রিকেটের লংগার ভার্সনে বাজে সময় কাটলেও অস্ট্রেলিয়ার অ্যাশেজ ও টেস্ট বিশ্বকাপ ফাইনালের দলে টিকে গেলেন ওয়ার্নার।
চলতি বছরের ৭ জুন লন্ডনের কেনিংটনে ওভালে গড়াবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল। ভারতের বিপক্ষে শিরোপার লড়াই শেষে মর্যাদার অ্যাশেজে ইংল্যান্ডের আতিয়েথতা নেবে অস্ট্রেলিয়া। বার্মিংহামের এজবাস্টনে দুই চিরপ্রতিদ্বন্দ্বির প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন।
২৮ জুন লন্ডনের লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। অ্যাশেজ মোট ৫ টেস্ট খেলবে দুই দল। তবে আপাতত অ্যাশেজের প্রথম দুই টেস্ট এবং বিশ্বকাপ ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, উসমান খাজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।
এসজি