রেলিগেশন লিগে জিতলেই রক্ষা অগ্রণী ব্যাংকের
শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ যখন ১ মে মাঠে নামবে শিরোপা জেতার লক্ষ্য নিয়ে, তখনই বিপরীতমুখী লক্ষ্য নিয়ে মাঠে নামবে অগ্রণী ব্যাংক, শাইনপুকুর ও ঢাকা লিওপার্ডস। এর মাঝে অগ্রণী ব্যাংক ও ঢাকা লিওপার্ডস নবাগত। গতবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে এবারই তারা প্রথম খেলেছে প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ।
এই তিন দলের লক্ষ্যই থাকবে প্রিমিয়ার বিভাগে টিকে থাকার। তিন দলের মধ্যে রেলিগেশন লিগে টিকে থাকবে একটি দল। তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে নবাগত অগ্রণী ব্যাংক। তারা ৬ পয়েন্ট নিয়ে খেলা শুরু করবে লিগ। ১ মে বিকেএসপির ৪ নাম্বার মাঠে মুখোমুখি হবে আরেক নবাগত ঢাকা লিওপার্ডসের বিপক্ষে। জিতলেই তারা টিকে যাবে প্রিমিয়ার লিগে। লিওপার্ডসের অবস্থা খুবই নাজুক। তাদের পয়েন্ট ৩। টিকে থাকতে হলে তাদের দুটি ম্যাচেই জিততে হবে। প্রথম ম্যাচ যদি অগ্রণী ব্যাংক জিতে যায়, তাহলে রেলিগেশন লিগের আর কোনো গুরুত্বই থাকবে না। হয়ে উঠবে নিয়মরক্ষার ম্যাচ। প্রথম বিভাগে নেমে যাবে লিওপার্ডস ও কোনো ম্যাচ না খেলেই শাইনপুকুর।
শাইনপুকুরকে টিকে থাকতে হলে অগ্রণী ব্যাংকের বিপক্ষে তাদের জয় ছাড়াও আগের ম্যাচে লিওপার্ডসের কাছে অগ্রণী ব্যাংকের হারও কামনা করতে হবে।
রেলিগেশন লিগের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে দুই নবাগত অগ্রণী ব্যাংক ও ঢাকা লিওপার্ডসের প্রথম ম্যাচের উপরই নির্ভর করছে এই লিগের বাকি ম্যাচের গুরুত্ব! প্রতি ম্যাচের পর থাকছে দুই দিন বিরতি। এর মাঝে একদিন রিজার্ভ ডে। বৈরী আবহাওয়ার কারণে খেলা না হলে রিজার্ভ ডে তে খেলা হবে।
এমপি/এসজি