তৃতীয়বার উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার স্টোকস
আবারও উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠল বেন স্টোকসের হাতে। চার বছরে তৃতীয়বার এই খেতাব জিতলেন ইংলিশ অলরাউন্ডার। তার সতীর্থ বেন ফোকস এবং ম্যাথু পটস নাম লিখিয়েছেন সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায়। যেখানে অপর তিনজন হলেন- নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল এবং ভারত নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর।
গত এপ্রিলে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব পান স্টোকস। তার আগ পর্যন্ত ১৭ টেস্টে মাত্র ১ জয় ছিল ক্রিকেটের জনকদের। স্টোকস দায়িত্ব নিতেই বদলে যায় ইংলিশদের টেস্ট খেলার ধরন। এই অলরাউন্ডারের নেতৃত্বে ‘বাজবল’ ক্রিকেটে ১২ টেস্টের ১০টিতে জয় পায় দল।
নভেম্বরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও বড় ভূমিকা রাখেন স্টোকস। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে জয়ের নায়ক ছিলেন তিনি। তারই উপহারস্বরূপ তৃতীয়বার উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টোকস। এর আগে ২০২০ ও ২০২১ সালে লিডিং ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি।
এদিকে নারী ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন বেথ মুনি। তিন বছরে দ্বিতীয়বার এই খেতাব জিতলেন অস্ট্রেলিয়ান নারী ব্যাটার।
এসজি